নারায়ণগঞ্জে স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানা যায় র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ।
গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম ও একই এলাকার রনি (২৫)।বৃহস্পতিবার দুপুরে লামাপাড়া থেকে নাজমুল এবং গাজীপুর থেকে রনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র্যাব।
ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ও গ্রেপ্তারকৃত নাজমুলের বাড়ির ভাড়াটিয়া। গত ১৮ ফেব্রুয়ারি গ্রেপ্তারকৃত নাজমুল ও তার বন্ধু রনি মিলে ভুক্তভোগীর স্বামীকে আটকে নির্যাতনের ভিডিও ধারণ ও সেই ভিডিও দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ভুক্তভোগীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, গত ১৮ জানুয়ারি রাতেই জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করা হয়। পুলিশ তাদের অভিযোগ পাবার পরও মামলা নেয়নি। এমনকি তৎক্ষণাৎ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করেনি।
ঘটনার আটদিন পর গত মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় ধর্ষণের মামলাটি রেকর্ড করা হয়। পরদিন বুধবার দুপুরে পুলিশি হেফাজতে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।
এ মামলায় অভিযুক্ত নাজমুলের বন্ধুরা এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, দুপুরে ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।
বিকেলে দোষীদের গ্রেপ্তার এবং ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনায় পুলিশের অসহযোগিতার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতারা।
সংগঠনটির জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘৮ দিন পর্যন্ত ধর্ষণের শিকার একজন নারীকে নানা জায়গায় ধন্না দেয়ানো হলো, তাকে হেনস্তা করা হলো। সময় অতিবাহিত করে প্রমাণ বিনষ্ট করা হলো। এর পরিবর্তে প্রশাসন আমাদের কী জবাব দিবে? অভিযোগের প্রতি ভ্রুক্ষেপ না করে, স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসার ব্যবস্থা না করে প্রশাসন সরাসরি অভিযুক্তদের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে আমাদের পরবর্তী কর্মসূচি হবে এসপি ও ওসির পদত্যাগের কর্মসূচি।’
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
নারায়ণগঞ্জে স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানা যায় র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ।
গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম ও একই এলাকার রনি (২৫)।বৃহস্পতিবার দুপুরে লামাপাড়া থেকে নাজমুল এবং গাজীপুর থেকে রনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র্যাব।
ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ও গ্রেপ্তারকৃত নাজমুলের বাড়ির ভাড়াটিয়া। গত ১৮ ফেব্রুয়ারি গ্রেপ্তারকৃত নাজমুল ও তার বন্ধু রনি মিলে ভুক্তভোগীর স্বামীকে আটকে নির্যাতনের ভিডিও ধারণ ও সেই ভিডিও দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ভুক্তভোগীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, গত ১৮ জানুয়ারি রাতেই জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করা হয়। পুলিশ তাদের অভিযোগ পাবার পরও মামলা নেয়নি। এমনকি তৎক্ষণাৎ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করেনি।
ঘটনার আটদিন পর গত মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় ধর্ষণের মামলাটি রেকর্ড করা হয়। পরদিন বুধবার দুপুরে পুলিশি হেফাজতে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।
এ মামলায় অভিযুক্ত নাজমুলের বন্ধুরা এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, দুপুরে ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।
বিকেলে দোষীদের গ্রেপ্তার এবং ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনায় পুলিশের অসহযোগিতার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতারা।
সংগঠনটির জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘৮ দিন পর্যন্ত ধর্ষণের শিকার একজন নারীকে নানা জায়গায় ধন্না দেয়ানো হলো, তাকে হেনস্তা করা হলো। সময় অতিবাহিত করে প্রমাণ বিনষ্ট করা হলো। এর পরিবর্তে প্রশাসন আমাদের কী জবাব দিবে? অভিযোগের প্রতি ভ্রুক্ষেপ না করে, স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসার ব্যবস্থা না করে প্রশাসন সরাসরি অভিযুক্তদের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে আমাদের পরবর্তী কর্মসূচি হবে এসপি ও ওসির পদত্যাগের কর্মসূচি।’