নওগাঁর আত্রাইয়ে একটি গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর খন্দকার পাড়া গ্রামের চকচকিয়া মাঠ থেকে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিটি ১০কেভির ৩টি ট্রান্সফরমার স্থাপন করে স্থানীয় কৃষকদের প্রায় ১০০ বিঘা জমি চাষাবাদ হয়। বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যুৎ চালিত গভীর নলকূপের অপারেটর হিসেবে দায়িত্ব থাকা আবুল কালাম আজাদ বলেন, এই মাঠে এখন আলু সরিষা তোলার কাজ প্রায় শেষ পর্যায়ে।
তাই ভেবেছিলাম আগামীকাল শুক্রবার সকালে চলতি মৌসুমে ধানের জমি প্রস্তুত করার জন্য গভীর নলকূপ চালু করব। কিন্তু শুক্রবার সকালে নলকূপে গিয়ে দেখি নলকূপের তিনটি ট্রান্সফরমার চোরেরা চুরি করে নিচে খোল রেখে ট্রান্সফরমারের ভিতরের কয়েল নিয়ে গেছে। যার ক্ষতির পরিমান প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা হতে পারে বলে জানান তিনি।
এব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় এখানো কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ করলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
নওগাঁর আত্রাইয়ে একটি গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর খন্দকার পাড়া গ্রামের চকচকিয়া মাঠ থেকে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিটি ১০কেভির ৩টি ট্রান্সফরমার স্থাপন করে স্থানীয় কৃষকদের প্রায় ১০০ বিঘা জমি চাষাবাদ হয়। বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যুৎ চালিত গভীর নলকূপের অপারেটর হিসেবে দায়িত্ব থাকা আবুল কালাম আজাদ বলেন, এই মাঠে এখন আলু সরিষা তোলার কাজ প্রায় শেষ পর্যায়ে।
তাই ভেবেছিলাম আগামীকাল শুক্রবার সকালে চলতি মৌসুমে ধানের জমি প্রস্তুত করার জন্য গভীর নলকূপ চালু করব। কিন্তু শুক্রবার সকালে নলকূপে গিয়ে দেখি নলকূপের তিনটি ট্রান্সফরমার চোরেরা চুরি করে নিচে খোল রেখে ট্রান্সফরমারের ভিতরের কয়েল নিয়ে গেছে। যার ক্ষতির পরিমান প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা হতে পারে বলে জানান তিনি।
এব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় এখানো কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ করলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#