কুড়িগ্রামের উলিপুরে জমি চাষ করার সময় ট্রাক্টরের ফালায় পিষ্ট হয়ে প্রকাশ চন্দ্র (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দুপুরে তিস্তা নদী বেষ্টিত নন্দু নেফরার চরে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরার চরে ট্রাক্টর চালক সামিউল ইসলাম জনৈক জয়দেব চন্দ্র বর্মনের জমি চাষ করছিলেন। এ সময় চালকের বন্ধু প্রকাশ চন্দ্র ওই ট্রাক্টরে ছিলেন। চালক বন্ধুকে না বলে প্রকাশ চন্দ্র চলন্ত ট্রাক্টরের পিছন থেকে আকস্মিক ভাবে লাফিয়ে জমিতে নামার সময় তার লুঙ্গি ট্রাক্টরের লাঙ্গলের ফালায় আটকে পড়লে সে মহুর্তেই পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। কিছু সময় পর চালক বন্ধুকে পাশে দেখতে না পেয়ে ট্রাক্টরটি থামান। এরপর তিনি দেখতে পান ট্রাক্টরের পিছনের ফালার মধ্যে তার বন্ধু প্রকাশ চন্দ্র মৃত অবস্থায় আটকে আছে। ঘটনা দেখে ভয়ে ট্রাক্টর চালক পালিয়ে যান। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিসে একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরের ফালা থেকে মরদেহ উদ্ধারে ব্যর্থ হয়ে ফিরে যান। নিহত প্রকাশ চন্দ্র ওই এলাকার তারাপদ চন্দ্রের ছেলে বলে জানা গেছে। উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন লিডার আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরের লাঙ্গলের ফালা থেকে মরদেহ উদ্ধারে চেষ্টা করি। কিন্তু আমাদের কাছে লাঙ্গলের ফালা বিচ্ছিন্ন করার যন্ত্রাংশ না থাকায় মরদেহ উদ্ধার করতে পারিনি। উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরের মেরামতকারীর (মেকানিকস) সহযোগিতায় লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
কুড়িগ্রামের উলিপুরে জমি চাষ করার সময় ট্রাক্টরের ফালায় পিষ্ট হয়ে প্রকাশ চন্দ্র (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দুপুরে তিস্তা নদী বেষ্টিত নন্দু নেফরার চরে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরার চরে ট্রাক্টর চালক সামিউল ইসলাম জনৈক জয়দেব চন্দ্র বর্মনের জমি চাষ করছিলেন। এ সময় চালকের বন্ধু প্রকাশ চন্দ্র ওই ট্রাক্টরে ছিলেন। চালক বন্ধুকে না বলে প্রকাশ চন্দ্র চলন্ত ট্রাক্টরের পিছন থেকে আকস্মিক ভাবে লাফিয়ে জমিতে নামার সময় তার লুঙ্গি ট্রাক্টরের লাঙ্গলের ফালায় আটকে পড়লে সে মহুর্তেই পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। কিছু সময় পর চালক বন্ধুকে পাশে দেখতে না পেয়ে ট্রাক্টরটি থামান। এরপর তিনি দেখতে পান ট্রাক্টরের পিছনের ফালার মধ্যে তার বন্ধু প্রকাশ চন্দ্র মৃত অবস্থায় আটকে আছে। ঘটনা দেখে ভয়ে ট্রাক্টর চালক পালিয়ে যান। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিসে একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরের ফালা থেকে মরদেহ উদ্ধারে ব্যর্থ হয়ে ফিরে যান। নিহত প্রকাশ চন্দ্র ওই এলাকার তারাপদ চন্দ্রের ছেলে বলে জানা গেছে। উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন লিডার আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরের লাঙ্গলের ফালা থেকে মরদেহ উদ্ধারে চেষ্টা করি। কিন্তু আমাদের কাছে লাঙ্গলের ফালা বিচ্ছিন্ন করার যন্ত্রাংশ না থাকায় মরদেহ উদ্ধার করতে পারিনি। উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরের মেরামতকারীর (মেকানিকস) সহযোগিতায় লাশ উদ্ধারের চেষ্টা চলছে।