চট্টগ্রামের বোয়ালখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার করে একটি চক্র গুজব ছড়িয়ে আইন শৃঙ্খলা বিনষ্টের পাঁয়তারা করছে। গত কয়েকমাস ধরে চক্রটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে টার্গেট করে অপপ্রচারে মেতেছেন।
এ বিষয়ে অনেকেই প্রতিকার চেয়ে বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে।
সম্প্রতি বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের ছবি ব্যবহার করে ও মিথ্যা তথ্য দিয়ে একাধিক ফেইসবুক আইডি থেকে অপপ্রচার চালানো হয়। এ বিষয়ে শুক্রবার বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
একইভাবে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার করা হয়। এ ব্যাপারে নুরুন্নবী চৌধুরী আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।
এই অপতৎপরতার বিষয়ে সবকে সজাগ থাকার কথা বলছেন পুলিশ। পুলিশ জানায় হঠাৎ করে ফেসবুকে অপপ্রচার চালিয়ে অপরাধ সংগঠিত করতে একটি মহল সক্রিয় হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অতি গুরুত্ব দিয়ে নজরদারি করছে।
জানা গেছে, রাজনৈতিক মত ভেদ, জায়গা-জমির বিরোধ, পারিবারিক বিরোধ এবং সামাজিক বিরোধের জেরেও অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়া বেনামে খোলা ফেইসবুক আইডি ব্যবহার করে গুজব রটিয়ে আইন শৃঙ্খলা বিনষ্ট করছে একটি মহল।
সাংবাদিক এসএম মোদ্দাচ্ছের বলেন, গত ২৫ ফেব্রুয়ারি থেকে কে বা কারা সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি ও মিথ্যা তথ্য পরিবেশন করে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি হুমকি মূলক হওয়ায় নিরাপত্তার স্বার্থে বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি করে রেখেছি। এ বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে অতিদ্রুত সময়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে বলে জানান মোদ্দাচ্ছের।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে জানিয়ে বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
ফেসবুকে অপপ্রচারের বিষয়ে ওসি বলেন, গুজব ও অপপ্রচার চালিয়ে যাতে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে শৃঙ্খলাবাহিনীর নজরদারি করছে। এছাড়া ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের অপ্রীতিকর ও উসকানিমূলক তথ্য পেলে থানাপুলিশকে জানানোর অনুরোধ করেন।
শনিবার, ০১ মার্চ ২০২৫
চট্টগ্রামের বোয়ালখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার করে একটি চক্র গুজব ছড়িয়ে আইন শৃঙ্খলা বিনষ্টের পাঁয়তারা করছে। গত কয়েকমাস ধরে চক্রটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে টার্গেট করে অপপ্রচারে মেতেছেন।
এ বিষয়ে অনেকেই প্রতিকার চেয়ে বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে।
সম্প্রতি বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের ছবি ব্যবহার করে ও মিথ্যা তথ্য দিয়ে একাধিক ফেইসবুক আইডি থেকে অপপ্রচার চালানো হয়। এ বিষয়ে শুক্রবার বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
একইভাবে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার করা হয়। এ ব্যাপারে নুরুন্নবী চৌধুরী আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।
এই অপতৎপরতার বিষয়ে সবকে সজাগ থাকার কথা বলছেন পুলিশ। পুলিশ জানায় হঠাৎ করে ফেসবুকে অপপ্রচার চালিয়ে অপরাধ সংগঠিত করতে একটি মহল সক্রিয় হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অতি গুরুত্ব দিয়ে নজরদারি করছে।
জানা গেছে, রাজনৈতিক মত ভেদ, জায়গা-জমির বিরোধ, পারিবারিক বিরোধ এবং সামাজিক বিরোধের জেরেও অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়া বেনামে খোলা ফেইসবুক আইডি ব্যবহার করে গুজব রটিয়ে আইন শৃঙ্খলা বিনষ্ট করছে একটি মহল।
সাংবাদিক এসএম মোদ্দাচ্ছের বলেন, গত ২৫ ফেব্রুয়ারি থেকে কে বা কারা সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি ও মিথ্যা তথ্য পরিবেশন করে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি হুমকি মূলক হওয়ায় নিরাপত্তার স্বার্থে বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি করে রেখেছি। এ বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে অতিদ্রুত সময়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে বলে জানান মোদ্দাচ্ছের।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে জানিয়ে বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
ফেসবুকে অপপ্রচারের বিষয়ে ওসি বলেন, গুজব ও অপপ্রচার চালিয়ে যাতে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে শৃঙ্খলাবাহিনীর নজরদারি করছে। এছাড়া ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের অপ্রীতিকর ও উসকানিমূলক তথ্য পেলে থানাপুলিশকে জানানোর অনুরোধ করেন।