কেশবপুর (যশোর) : জমি বিরোধে ব্যাংক কর্মকর্তাকে ঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দেয় প্রতিপক্ষ -সংবাদ
কেশবপুরে মধ্যকুল তেলপাম্প এলাকায় জমি নিয়ে বিরোধে এক সাবেক ব্যাংক কর্মকর্তার পরিবারকে বাড়ি থেকে বের করে প্রতিপক্ষরা গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এনিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, পৌরসভার মধ্যকুল এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা শহিদুল্লাহ মুন্সির সঙ্গে ২০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী রজব আলী বিশ্বাসের বিরোধ চলছে। এরই জেরে বৃহস্পতিবার ভোরে রজব আলী বিশ্বাস লোকজন নিয়ে শহিদুল্লাহ মুন্সির পরিবারকে বাড়ি থেকে বের করে দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেয়। শহীদুল্লাহ মুন্সির ছেলে সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ জানান, তাদের বসতভিটার জমি রজব আলী বিশ্বাসের কাছ থেকে ক্রয় করে দীর্ঘদিন বসবাস করছেন। রজব আলী বিশ্বাসের ৫০/৬০ জনের একদল দুর্বৃত্ত বাড়ি ভেতর ঢুকে ভাঙচুর ও মারপিট করে তার পরিবারকে বাড়ি থেকে বের করে বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেয়।
প্রতিপক্ষ রজব আলী বিশ্বাস বলেন, ১৯৭৮ সালে তিনি ৪০ শতক জমি সোনালী ব্যাংক, মনিরামপুর শাখায় মডগেজ রাখেন। যার সাক্ষী ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা শহিদুল্লাহ মুন্সি। বন্ধুত্বের সুয়োগে মডগেজ রাখা জমির ভেতর থেকে ২০ শতক জমি শহীদুল্লাহ মুন্সি প্রতারণা করে দলিল করে নেয়। ২০০৮ সালে ব্যাংক লোন পরিশোধ হলে শর্তানুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ ওই জমি পুনরায় আমার নামে দলিল করে দেয়। এরপরও ক্ষমতার দাপট দেখিয়ে শহিদুল্লাহ মুন্সি তার ক্রয় করা ইট, বালু দিয়ে ঘর নির্মাণ করে জবর দখল করে। এ নিয়ে আদালতে চলমান মামলার রায় তার পক্ষে যায়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বিরোধ নিরসনে উভয়পক্ষকে থানায় কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে।
কেশবপুর (যশোর) : জমি বিরোধে ব্যাংক কর্মকর্তাকে ঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দেয় প্রতিপক্ষ -সংবাদ
শনিবার, ০১ মার্চ ২০২৫
কেশবপুরে মধ্যকুল তেলপাম্প এলাকায় জমি নিয়ে বিরোধে এক সাবেক ব্যাংক কর্মকর্তার পরিবারকে বাড়ি থেকে বের করে প্রতিপক্ষরা গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এনিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, পৌরসভার মধ্যকুল এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা শহিদুল্লাহ মুন্সির সঙ্গে ২০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী রজব আলী বিশ্বাসের বিরোধ চলছে। এরই জেরে বৃহস্পতিবার ভোরে রজব আলী বিশ্বাস লোকজন নিয়ে শহিদুল্লাহ মুন্সির পরিবারকে বাড়ি থেকে বের করে দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেয়। শহীদুল্লাহ মুন্সির ছেলে সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ জানান, তাদের বসতভিটার জমি রজব আলী বিশ্বাসের কাছ থেকে ক্রয় করে দীর্ঘদিন বসবাস করছেন। রজব আলী বিশ্বাসের ৫০/৬০ জনের একদল দুর্বৃত্ত বাড়ি ভেতর ঢুকে ভাঙচুর ও মারপিট করে তার পরিবারকে বাড়ি থেকে বের করে বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেয়।
প্রতিপক্ষ রজব আলী বিশ্বাস বলেন, ১৯৭৮ সালে তিনি ৪০ শতক জমি সোনালী ব্যাংক, মনিরামপুর শাখায় মডগেজ রাখেন। যার সাক্ষী ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা শহিদুল্লাহ মুন্সি। বন্ধুত্বের সুয়োগে মডগেজ রাখা জমির ভেতর থেকে ২০ শতক জমি শহীদুল্লাহ মুন্সি প্রতারণা করে দলিল করে নেয়। ২০০৮ সালে ব্যাংক লোন পরিশোধ হলে শর্তানুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ ওই জমি পুনরায় আমার নামে দলিল করে দেয়। এরপরও ক্ষমতার দাপট দেখিয়ে শহিদুল্লাহ মুন্সি তার ক্রয় করা ইট, বালু দিয়ে ঘর নির্মাণ করে জবর দখল করে। এ নিয়ে আদালতে চলমান মামলার রায় তার পক্ষে যায়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বিরোধ নিরসনে উভয়পক্ষকে থানায় কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে।