গরম পড়ার আগেই শীত না যেতেই বটিয়াঘাটায় মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। দিন রাত সব সময়ই মশার দাপট চলতে থাকে। সাধারণ কয়েলে মশা যায় না। অনেকে দিনের বেলাতেও মশারি টাঙিয়ে থাকতে হয়। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের পক্ষ থেকে মশা নিধনের ওষুধ ছিটানোর কোন ব্যবস্থা না নেয়ায় এ অবস্থা দিনের পর দিন চলছে। উভয় প্রশাসনের কাছে বলা সত্ত্বেও তারা গুরুত্ব না দেয়ায় এ অবস্থার অবসান কীভাবে হবে তা জানে না উপজেলাবাসী। উপজেলার ৭ ইউনিয়নের একই অবস্থা।
শনিবার, ০১ মার্চ ২০২৫
গরম পড়ার আগেই শীত না যেতেই বটিয়াঘাটায় মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। দিন রাত সব সময়ই মশার দাপট চলতে থাকে। সাধারণ কয়েলে মশা যায় না। অনেকে দিনের বেলাতেও মশারি টাঙিয়ে থাকতে হয়। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের পক্ষ থেকে মশা নিধনের ওষুধ ছিটানোর কোন ব্যবস্থা না নেয়ায় এ অবস্থা দিনের পর দিন চলছে। উভয় প্রশাসনের কাছে বলা সত্ত্বেও তারা গুরুত্ব না দেয়ায় এ অবস্থার অবসান কীভাবে হবে তা জানে না উপজেলাবাসী। উপজেলার ৭ ইউনিয়নের একই অবস্থা।