সীতাকু- (চট্টগ্রাম) : বার আউলিয়ায় বিএসআরএম কারখানার বর্জ্যে পরিবেশ দূষণের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় কৃষক-জনতার মানববন্ধন -সংবাদ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় অবস্থিত একটি রড তৈরির কারখানার বর্জ্যে গ্রামের পরিবেশ দূষণ হওয়ার প্রতিবাদে শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বার আউলিয়ায় বিএসআরএম কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু কিশোর এবং স্থানীয় কৃষক-জনতা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলনে, বিএসআরএম রিসাইক্লিং প্রজেক্ট কর্তৃক ভয়াবহ পরিবেশ দূষণ করছে। ফ্যাক্টরি থেকে নির্ঘিত কালো ধোঁয়া, ধুলাবালি গ্রামের মানুষের শরীরে প্রবেশ করে নান ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। দীর্ঘ ১৫ বছর ধরে এলাকায় গাছপালায় কোনো ফলন হচ্ছে না, পুকুরে পানি ব্যবহার করা যাচ্ছে না। গত কয়েক বছর ধরে এলাকায় ক্যানসাররোগী বেড়ে গিয়েছে। গত এক বছরে ক্যানসারে আক্রান্ত হয়ে এ গ্রামের ৪ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে বার বার জানানোর পর কোনো ধরনের ব্যবস্থা করছে না। বক্তারা বলেন, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।
সীতাকু- (চট্টগ্রাম) : বার আউলিয়ায় বিএসআরএম কারখানার বর্জ্যে পরিবেশ দূষণের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় কৃষক-জনতার মানববন্ধন -সংবাদ
শনিবার, ০১ মার্চ ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় অবস্থিত একটি রড তৈরির কারখানার বর্জ্যে গ্রামের পরিবেশ দূষণ হওয়ার প্রতিবাদে শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বার আউলিয়ায় বিএসআরএম কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু কিশোর এবং স্থানীয় কৃষক-জনতা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলনে, বিএসআরএম রিসাইক্লিং প্রজেক্ট কর্তৃক ভয়াবহ পরিবেশ দূষণ করছে। ফ্যাক্টরি থেকে নির্ঘিত কালো ধোঁয়া, ধুলাবালি গ্রামের মানুষের শরীরে প্রবেশ করে নান ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। দীর্ঘ ১৫ বছর ধরে এলাকায় গাছপালায় কোনো ফলন হচ্ছে না, পুকুরে পানি ব্যবহার করা যাচ্ছে না। গত কয়েক বছর ধরে এলাকায় ক্যানসাররোগী বেড়ে গিয়েছে। গত এক বছরে ক্যানসারে আক্রান্ত হয়ে এ গ্রামের ৪ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে বার বার জানানোর পর কোনো ধরনের ব্যবস্থা করছে না। বক্তারা বলেন, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।