চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার
কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের ভূঁইয়াকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ওসির বিরুদ্ধে অভিযোগ শোনার পর তিনি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন দিয়ে এই নির্দেশ দেন।
সভায় এক সাংবাদিক চকরিয়া থানার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা তাৎক্ষণিক পদক্ষেপ নেন। তিনি বলেন, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
সভায় মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও মাদক চোরাচালান বৃদ্ধির আশঙ্কার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন। এছাড়া গুজব, ছিনতাই ও অপহরণ রোধে বিশেষ নজরদারি বাড়ানোর তাগিদ দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি), সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, আরাকান আর্মি ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কক্সবাজারে অপহরণের সংখ্যা বেশি, যার অন্যতম কারণ রোহিঙ্গা জনগোষ্ঠীর অপরাধে জড়িয়ে পড়া। তিনি রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন।
দুই দিনের সরকারি সফরে শুক্রবার কক্সবাজারে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি উখিয়ায় নবগঠিত ৬৪ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর, গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং কে-নাইন ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বিজিবির ভূমিকার প্রশংসা করে সীমান্ত রক্ষায় বাহিনীর অবদানের কথা তুলে ধরেন।
চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার
শনিবার, ০১ মার্চ ২০২৫
কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের ভূঁইয়াকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ওসির বিরুদ্ধে অভিযোগ শোনার পর তিনি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন দিয়ে এই নির্দেশ দেন।
সভায় এক সাংবাদিক চকরিয়া থানার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা তাৎক্ষণিক পদক্ষেপ নেন। তিনি বলেন, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
সভায় মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও মাদক চোরাচালান বৃদ্ধির আশঙ্কার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন। এছাড়া গুজব, ছিনতাই ও অপহরণ রোধে বিশেষ নজরদারি বাড়ানোর তাগিদ দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি), সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, আরাকান আর্মি ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কক্সবাজারে অপহরণের সংখ্যা বেশি, যার অন্যতম কারণ রোহিঙ্গা জনগোষ্ঠীর অপরাধে জড়িয়ে পড়া। তিনি রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন।
দুই দিনের সরকারি সফরে শুক্রবার কক্সবাজারে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি উখিয়ায় নবগঠিত ৬৪ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর, গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং কে-নাইন ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বিজিবির ভূমিকার প্রশংসা করে সীমান্ত রক্ষায় বাহিনীর অবদানের কথা তুলে ধরেন।