হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নিপীড়ন করার অভিযোগে দায়েরকৃত মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফরিদপুর জেলা পুলিশের নির্ভরযোগ্য সূত্র বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার রাত ১০টায় তাকে ভাঙ্গা থানা থেকে আটক করা হয়। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, তাকে ঢাকার ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। ১৫ ফেব্রুয়ারি গাজীপুরের মেট্রোপলিটন থানা থেকে বদলি হয়ে ভাঙ্গা থানার ওসি হিসেবে যোগ দেন শফিকুল ইসলাম। ২৪ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর থানায় হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
শনিবার, ০১ মার্চ ২০২৫
হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নিপীড়ন করার অভিযোগে দায়েরকৃত মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফরিদপুর জেলা পুলিশের নির্ভরযোগ্য সূত্র বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার রাত ১০টায় তাকে ভাঙ্গা থানা থেকে আটক করা হয়। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, তাকে ঢাকার ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। ১৫ ফেব্রুয়ারি গাজীপুরের মেট্রোপলিটন থানা থেকে বদলি হয়ে ভাঙ্গা থানার ওসি হিসেবে যোগ দেন শফিকুল ইসলাম। ২৪ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর থানায় হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।