ফেনীর সোনাগাজীতে দীন মুহাম্মদ ফিরোজ নামে এক ছাত্রলীগ নেতাকে পায়ে ড্রিল দিয়ে ছিদ্র করে ও রগকেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাঘবপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত দীন মুহাম্মদ ফিরোজ রাঘবপুর গ্রামের মনু হাজী বাড়ির নুর মোহাম্মদ ও বুলবুলি বেগমের ছেলে এবং মজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি বর্তমানে বিকাশ কোম্পানীতে কর্মরত রয়েছেন।
সোনাগাজী থানার ওসি বায়েজিদ আকন বলেন, এসআই ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন এবং আহত ছাত্রলীগ নেতাকে হাসপাতালে পাঠিয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত থানাঢ কোন লিখিত কোন অভিযোগ না পাওয়ায়, হামলার কারণ বা জড়িতদের ব্যপারে কিছুই জানা যায়নি। তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে
শনিবার, ০১ মার্চ ২০২৫
ফেনীর সোনাগাজীতে দীন মুহাম্মদ ফিরোজ নামে এক ছাত্রলীগ নেতাকে পায়ে ড্রিল দিয়ে ছিদ্র করে ও রগকেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাঘবপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত দীন মুহাম্মদ ফিরোজ রাঘবপুর গ্রামের মনু হাজী বাড়ির নুর মোহাম্মদ ও বুলবুলি বেগমের ছেলে এবং মজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি বর্তমানে বিকাশ কোম্পানীতে কর্মরত রয়েছেন।
সোনাগাজী থানার ওসি বায়েজিদ আকন বলেন, এসআই ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন এবং আহত ছাত্রলীগ নেতাকে হাসপাতালে পাঠিয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত থানাঢ কোন লিখিত কোন অভিযোগ না পাওয়ায়, হামলার কারণ বা জড়িতদের ব্যপারে কিছুই জানা যায়নি। তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে