মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন কলমের সৈনিক সংসদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বইমেলা, সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার রাজবাড়ী রোডস্থ আলেয়া-ঝিনুক শিশু পার্কসংলগ্ন হলি চাইল্ড স্কুল অ্যান্ড কালচারাল একাডেমি প্রঙ্গণে কলমের সৈনিক সংসদের আয়োজনে দিনব্যাপী এই বইমেলা, সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংসদের উপদেষ্টা কবি মো. ওসমান আলীর সভাপতিত্বে সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান।
কলম সৈনিক সংসদের সেক্রেটারী জেনারেল কবি মুরাদ হোসেনের সঞ্চালনায় সাহিত্য আড্ডার একপর্যায়ে শিক্ষা ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় রাজধানীর এ কে এম রহমতউল্লাহ কলেজের সহকারী অধ্যাপক ও জাতীয় দৈনিক খোলা কাগজের সিনিয়র সহসম্পাদক মো. ওয়ালিয়ার রহমান, এবং পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবি মো. শহিদুজ্জামানকে কলমের সৈনিক সাহিত্য সম্মাননা প্রদান করা হয়।
রোববার, ০২ মার্চ ২০২৫
মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন কলমের সৈনিক সংসদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বইমেলা, সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার রাজবাড়ী রোডস্থ আলেয়া-ঝিনুক শিশু পার্কসংলগ্ন হলি চাইল্ড স্কুল অ্যান্ড কালচারাল একাডেমি প্রঙ্গণে কলমের সৈনিক সংসদের আয়োজনে দিনব্যাপী এই বইমেলা, সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংসদের উপদেষ্টা কবি মো. ওসমান আলীর সভাপতিত্বে সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান।
কলম সৈনিক সংসদের সেক্রেটারী জেনারেল কবি মুরাদ হোসেনের সঞ্চালনায় সাহিত্য আড্ডার একপর্যায়ে শিক্ষা ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় রাজধানীর এ কে এম রহমতউল্লাহ কলেজের সহকারী অধ্যাপক ও জাতীয় দৈনিক খোলা কাগজের সিনিয়র সহসম্পাদক মো. ওয়ালিয়ার রহমান, এবং পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবি মো. শহিদুজ্জামানকে কলমের সৈনিক সাহিত্য সম্মাননা প্রদান করা হয়।