আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্তৃপক্ষ জানিয়েছেন, দুর্বৃত্তরা টেকনাফে সার্ব্বির আহমেদ নামে এক ব্যক্তিকে অপহরণ করেছে। টেকনাফের বড় হাবিবপাড়া থেকে তাকে অপহরণ করা হয়। নৌবাহিনীর টিম খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করছে।
অপহৃত ব্যক্তির পরিবার নৌবাহিনীকে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে একদল অপহরণকারী সার্ব্বির আহমেদকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই। খবর পেয়ে নৌবাহিনীর দল তাকে উদ্ধারে অভিযানে নামে।
অভিযানের এক পর্যায়ে টেকনাফ সদর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ বড় হাবিবপাড়া এলাকার একটি বাড়ি থেকে রবিবার অপহৃত ব্যক্তিকে উদ্ধার করছে নৌবাহিনী দল।
নৌবাহিনীর অভিযানের খবর পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হালিমা খাতুন ও মুন্নি আক্তার নামে ২ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় টেকনাফ থানায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
রোববার, ০২ মার্চ ২০২৫
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্তৃপক্ষ জানিয়েছেন, দুর্বৃত্তরা টেকনাফে সার্ব্বির আহমেদ নামে এক ব্যক্তিকে অপহরণ করেছে। টেকনাফের বড় হাবিবপাড়া থেকে তাকে অপহরণ করা হয়। নৌবাহিনীর টিম খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করছে।
অপহৃত ব্যক্তির পরিবার নৌবাহিনীকে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে একদল অপহরণকারী সার্ব্বির আহমেদকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই। খবর পেয়ে নৌবাহিনীর দল তাকে উদ্ধারে অভিযানে নামে।
অভিযানের এক পর্যায়ে টেকনাফ সদর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ বড় হাবিবপাড়া এলাকার একটি বাড়ি থেকে রবিবার অপহৃত ব্যক্তিকে উদ্ধার করছে নৌবাহিনী দল।
নৌবাহিনীর অভিযানের খবর পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হালিমা খাতুন ও মুন্নি আক্তার নামে ২ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় টেকনাফ থানায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।