পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার বিকেলে পৌরসভার পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। এ সময় ভোগ্যপণ্যের দাম বেশি রাখায় ৩ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন উপজেলার শাকপুরা এলাকায় অভিযান চালিয়ে সয়াবিন তেল, ছোলা ও পেঁয়াজের দাম বেশি রাখায় দুই দোকানিকে ৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
ইউএনও মো. রহমত উল্লাহ বলেন, নির্ধারিত মূল্যের চাইতে ভোগ্যপণ্য বেশি দামে বিক্রি করায় পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫ দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া চালের আড়ত, ফলের দোকান, সবজি, মাংস ও মাছ বাজার ঘুরে মূল্য যাচাই করে দেখা হয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার, ০৩ মার্চ ২০২৫
পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার বিকেলে পৌরসভার পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। এ সময় ভোগ্যপণ্যের দাম বেশি রাখায় ৩ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন উপজেলার শাকপুরা এলাকায় অভিযান চালিয়ে সয়াবিন তেল, ছোলা ও পেঁয়াজের দাম বেশি রাখায় দুই দোকানিকে ৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
ইউএনও মো. রহমত উল্লাহ বলেন, নির্ধারিত মূল্যের চাইতে ভোগ্যপণ্য বেশি দামে বিক্রি করায় পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫ দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া চালের আড়ত, ফলের দোকান, সবজি, মাংস ও মাছ বাজার ঘুরে মূল্য যাচাই করে দেখা হয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।