সাভারে ডায়নামিক সোয়েটার নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় অবরোধে সড়কের উভয় পাশে অন্তত ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলরাত যাত্রীরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় ওই পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে।
বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে।
পোশাক শ্রমিকরা জানান, বেতন ৯% হারে বাড়াতে হবে, হাজিরা বোনাস বৃদ্ধি করে ১ হাজার টাকা করার, রমজান মাসে ইফতারির বিল বাড়াতে হবে, বন্ধের দিন কাজ করালে ওভারটাইমের হারে বিল দিতে হবে। এছাড়া ঈদ বোনাস বেতনের সম হারে প্রদান, বাৎসরিক ছুটির টাকা সম হারে দিতে হবে এবং ওভারটাইমের বকেয়া পাওয়া ও রমজান মাসে কর্মঘণ্টা কমানো এবং কয়েক জন স্টাফের চাকরিচ্যুত করার দাবি জানায় শ্রমিকরা।
সোমবার, ০৩ মার্চ ২০২৫
সাভারে ডায়নামিক সোয়েটার নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় অবরোধে সড়কের উভয় পাশে অন্তত ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলরাত যাত্রীরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় ওই পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে।
বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে।
পোশাক শ্রমিকরা জানান, বেতন ৯% হারে বাড়াতে হবে, হাজিরা বোনাস বৃদ্ধি করে ১ হাজার টাকা করার, রমজান মাসে ইফতারির বিল বাড়াতে হবে, বন্ধের দিন কাজ করালে ওভারটাইমের হারে বিল দিতে হবে। এছাড়া ঈদ বোনাস বেতনের সম হারে প্রদান, বাৎসরিক ছুটির টাকা সম হারে দিতে হবে এবং ওভারটাইমের বকেয়া পাওয়া ও রমজান মাসে কর্মঘণ্টা কমানো এবং কয়েক জন স্টাফের চাকরিচ্যুত করার দাবি জানায় শ্রমিকরা।