চান্দিনা (কুমিল্লা) : ফুটপাতে অবৈধ দোকানে অভিযান পরিচালনা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা -সংবাদ
কুমিল্লার চান্দিনায় অবৈধ পার্কিং, ফুটপাত দখলমুক্ত ও বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৯টি মামলায় ৯ হাজার ২শ টাকা জরিমানা করা হয়।
রোববার বিকেলে যানজট নিরসনে চান্দিনা বাজার সড়ক এবং পণ্যের দাম নিয়ন্ত্রণে উপজেলা সদরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাজিয়া হোসেন। এ সময় কারচুপি ও অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৬টি মামলায় ৪ হাজার ৭শ টাকা, ভোক্তা অধিকার আইনে ২টি মামলায় ৪ হাজার টাকা ও সড়ক পরিবহন আইনে ১টি মামলায় ৫শ টাকাসহ সর্বমোট ৯ হাজার ২শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মোরশেদ আলম, চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূঁইয়া, ইউএনও অফিসের সিএ মো. মাসুদুর রহমান, আনসার সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাজিয়া হোসেন জানান চান্দিনা বাজারে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখতে এবং রমজান মাসে যাতে করে কোনো ব্যবসায়ী দ্রব্যমূল্যে বৃদ্ধি ও কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া দোকানে মূল্যতালিকা প্রদর্শনে রাখতে ব্যবসায়ীদের সতর্কবার্তা দেয়া হয়েছে
চান্দিনা (কুমিল্লা) : ফুটপাতে অবৈধ দোকানে অভিযান পরিচালনা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা -সংবাদ
সোমবার, ০৩ মার্চ ২০২৫
কুমিল্লার চান্দিনায় অবৈধ পার্কিং, ফুটপাত দখলমুক্ত ও বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৯টি মামলায় ৯ হাজার ২শ টাকা জরিমানা করা হয়।
রোববার বিকেলে যানজট নিরসনে চান্দিনা বাজার সড়ক এবং পণ্যের দাম নিয়ন্ত্রণে উপজেলা সদরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাজিয়া হোসেন। এ সময় কারচুপি ও অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৬টি মামলায় ৪ হাজার ৭শ টাকা, ভোক্তা অধিকার আইনে ২টি মামলায় ৪ হাজার টাকা ও সড়ক পরিবহন আইনে ১টি মামলায় ৫শ টাকাসহ সর্বমোট ৯ হাজার ২শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মোরশেদ আলম, চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূঁইয়া, ইউএনও অফিসের সিএ মো. মাসুদুর রহমান, আনসার সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাজিয়া হোসেন জানান চান্দিনা বাজারে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখতে এবং রমজান মাসে যাতে করে কোনো ব্যবসায়ী দ্রব্যমূল্যে বৃদ্ধি ও কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া দোকানে মূল্যতালিকা প্রদর্শনে রাখতে ব্যবসায়ীদের সতর্কবার্তা দেয়া হয়েছে