গাছের স্বাভাবিক জীবনপ্রবাহ
পটুয়াখালী : গাছ থেকে পেরেক অপসারণের কাজ করছেন উপকূলীয় বন বিভাগের কর্মী -সংবাদ
গাছের স্বাভাবিক জীবন প্রবাহ সচল ও সুরক্ষায় গাছ থেকে পেরেক অপসারনের এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছেন পটুয়াখালী উপক’লীয় বনবিভাগ। সম্প্রতি পটুয়াখালীর ঝাউতলা শহীদ হৃদয় তরুয়া চত্বরে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষা করা আমাদের সবারই একটি নৈতিক দায়িত্ব। গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না; বরং বায়ু দূষণ রোধ, ছায়া প্রদান এবং জীববৈচিত্রের ভারসাম্য রক্ষায়ও গুরুত্ব ভূমিকা রাখে গাছ। গাছে পেরেক বা বিজ্ঞাপন লাগানো শুধু গাছের ক্ষতিই করে না, এটি একটি পরিবেশ বিরোধী কাজও বটে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বন বিভাগের বিভাগীয় বন তর্মকর্তা মো. সফিকুল ইসলাম, সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম, সদর রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি এবং বন বিভাগের গলাচিপা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। পটুয়াখালী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সুশীল সমাজ, তরুণ সমাজ, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং গণ-মাধ্যম কর্মীদের অংশগ্রহণ ছিল এই কর্মসূচিতে।
গাছের স্বাভাবিক জীবনপ্রবাহ
পটুয়াখালী : গাছ থেকে পেরেক অপসারণের কাজ করছেন উপকূলীয় বন বিভাগের কর্মী -সংবাদ
সোমবার, ০৩ মার্চ ২০২৫
গাছের স্বাভাবিক জীবন প্রবাহ সচল ও সুরক্ষায় গাছ থেকে পেরেক অপসারনের এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছেন পটুয়াখালী উপক’লীয় বনবিভাগ। সম্প্রতি পটুয়াখালীর ঝাউতলা শহীদ হৃদয় তরুয়া চত্বরে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষা করা আমাদের সবারই একটি নৈতিক দায়িত্ব। গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না; বরং বায়ু দূষণ রোধ, ছায়া প্রদান এবং জীববৈচিত্রের ভারসাম্য রক্ষায়ও গুরুত্ব ভূমিকা রাখে গাছ। গাছে পেরেক বা বিজ্ঞাপন লাগানো শুধু গাছের ক্ষতিই করে না, এটি একটি পরিবেশ বিরোধী কাজও বটে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বন বিভাগের বিভাগীয় বন তর্মকর্তা মো. সফিকুল ইসলাম, সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম, সদর রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি এবং বন বিভাগের গলাচিপা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। পটুয়াখালী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সুশীল সমাজ, তরুণ সমাজ, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং গণ-মাধ্যম কর্মীদের অংশগ্রহণ ছিল এই কর্মসূচিতে।