ঢাকার সাভারে চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংঙ্কার ও মূলবান জিনিসপত্র লুট করে নেয় ডাকাত দল।রোববার দুপুর ২টায় সাভারের রেডিও কলোনী থেকে ব্যাংক টাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে এই ডাকাতির ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নিয়েছে কয়েক জন। যেই বাসে ঘটনাটি ঘটেছে সেই বাস যাত্রী নিয়ে ঢাকা চলে গেছে। বাসটি আসলে চালকের বক্তব্যে বোঝা যাবে এটা ছিনতাই না ডাকাতি। এই ঘটনায় সাভার মডেল থানা, ডিবি এবং হাইওয়ে পুলিশ একসঙ্গে তদন্তে নেমেছে।
সোমবার, ০৩ মার্চ ২০২৫
ঢাকার সাভারে চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংঙ্কার ও মূলবান জিনিসপত্র লুট করে নেয় ডাকাত দল।রোববার দুপুর ২টায় সাভারের রেডিও কলোনী থেকে ব্যাংক টাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে এই ডাকাতির ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নিয়েছে কয়েক জন। যেই বাসে ঘটনাটি ঘটেছে সেই বাস যাত্রী নিয়ে ঢাকা চলে গেছে। বাসটি আসলে চালকের বক্তব্যে বোঝা যাবে এটা ছিনতাই না ডাকাতি। এই ঘটনায় সাভার মডেল থানা, ডিবি এবং হাইওয়ে পুলিশ একসঙ্গে তদন্তে নেমেছে।