মাদারীপুরে শিবচরে ইজিবাইকের চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। অপরদিকে, জামালপুরে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
শিবচর (মাদারীপুর) : মাদারীপুরে শিবচরে ইজিবাইকের চাপায় তছি বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার বিকেলে শিবচর পৌরসভার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত তছি বেগম শিবচর পৌর এলাকার গুয়াতলা গ্রামের নুরুল ইসলাম শেখের মেয়ে। শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুর : জামালপুরে বাস এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম নামে অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ওই অটোরিকশার ৩ যাত্রী। রোববার সকাল ৯টায় জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা থেকে জামালপুরগামী রাজিব পরিবহনের বাসের সাথে নান্দিনাগামী যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত অটোরিকশার চালক আবুল কশেম জামালপুর পৌর এলাকার হরিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসে অগ্নিসংযোগ করলে এর প্রতিবাদে বাস মালিক, চালক এবং শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে প্রশাসনের আশ্বাসে ১ ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেন।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, দুর্ঘটনায় অটোরিকশা চলেকের মৃত্যু এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় থানায় আলাদা আলাদা মামলা নেয়া হবে। নিহতের মরদেহের ময়নাতদন্ত এবং পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার, ০৩ মার্চ ২০২৫
মাদারীপুরে শিবচরে ইজিবাইকের চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। অপরদিকে, জামালপুরে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
শিবচর (মাদারীপুর) : মাদারীপুরে শিবচরে ইজিবাইকের চাপায় তছি বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার বিকেলে শিবচর পৌরসভার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত তছি বেগম শিবচর পৌর এলাকার গুয়াতলা গ্রামের নুরুল ইসলাম শেখের মেয়ে। শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুর : জামালপুরে বাস এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম নামে অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ওই অটোরিকশার ৩ যাত্রী। রোববার সকাল ৯টায় জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা থেকে জামালপুরগামী রাজিব পরিবহনের বাসের সাথে নান্দিনাগামী যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত অটোরিকশার চালক আবুল কশেম জামালপুর পৌর এলাকার হরিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসে অগ্নিসংযোগ করলে এর প্রতিবাদে বাস মালিক, চালক এবং শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে প্রশাসনের আশ্বাসে ১ ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেন।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, দুর্ঘটনায় অটোরিকশা চলেকের মৃত্যু এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় থানায় আলাদা আলাদা মামলা নেয়া হবে। নিহতের মরদেহের ময়নাতদন্ত এবং পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।