পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের হাসপাতাল সড়কে অটোরিকশায় করে খোলা বাজারে অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রির অভিযোগে বিক্রেতা কাওসারকে স্থানীয় জনতার সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। রোববার দুপুর ১টায় সাধারণ পথচারী ও বিভিন্ন ফার্মেসি’তে অন্তত শতাধিক কোম্পানির অনুমোদিত ও অনুমোদন ছাড়া ঔষধ অটোতে করে ফেরি করে বিক্রি করার চেষ্টা করছিলেন তিনি। খবর পেয়ে পুলিশের সহায়তায় স্বাস্থ্য প্রশাসন ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে আটককৃত ঔষধ বিক্রেতাকে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জনান, আটককৃত কাওসারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত অনুমোদনহীন ঔষধগুলো জনসমক্ষে ধ্বংস করে দেয়া হয়েছে
সোমবার, ০৩ মার্চ ২০২৫
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের হাসপাতাল সড়কে অটোরিকশায় করে খোলা বাজারে অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রির অভিযোগে বিক্রেতা কাওসারকে স্থানীয় জনতার সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। রোববার দুপুর ১টায় সাধারণ পথচারী ও বিভিন্ন ফার্মেসি’তে অন্তত শতাধিক কোম্পানির অনুমোদিত ও অনুমোদন ছাড়া ঔষধ অটোতে করে ফেরি করে বিক্রি করার চেষ্টা করছিলেন তিনি। খবর পেয়ে পুলিশের সহায়তায় স্বাস্থ্য প্রশাসন ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে আটককৃত ঔষধ বিক্রেতাকে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জনান, আটককৃত কাওসারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত অনুমোদনহীন ঔষধগুলো জনসমক্ষে ধ্বংস করে দেয়া হয়েছে