যশোরে সড়কে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফটিয়ে দেয়ার অভিযোগে শাওন ইসলাম সবুজ নামে এক ছাত্রদল নেতা আটক করেছে পুলিশ।শনিবার রাত ৮টায় তাকে আটক করে পুলিশ। আটককৃত শাওন ইসলাম যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মো. শাহিনের ছেলে। অপরদিকে, ভুক্তভোগী ট্রাফিক পুলিশ সদস্য কেএম শরিফুল ইসলাম।
যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন জানান, পুলিশ সদস্যকে আহত করায় শাওনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মারপিটের অভিযোগে মামলা করা হয়েছে।
সোমবার, ০৩ মার্চ ২০২৫
যশোরে সড়কে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফটিয়ে দেয়ার অভিযোগে শাওন ইসলাম সবুজ নামে এক ছাত্রদল নেতা আটক করেছে পুলিশ।শনিবার রাত ৮টায় তাকে আটক করে পুলিশ। আটককৃত শাওন ইসলাম যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মো. শাহিনের ছেলে। অপরদিকে, ভুক্তভোগী ট্রাফিক পুলিশ সদস্য কেএম শরিফুল ইসলাম।
যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন জানান, পুলিশ সদস্যকে আহত করায় শাওনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মারপিটের অভিযোগে মামলা করা হয়েছে।