পবিত্র রমজান উপলক্ষে সুলভ মুল্যে ট্রাক সেলের মাধ্যমে টিসিবি পন্য সয়াবিন তেল, চিনি বুটসহ অন্যান্য মালামাল বিক্রির নামে চরম বিশৃংখলা ধাক্কাধাক্কি , হাতাহাতি মারামারির মধ্য দিয়ে পন্য বিক্রির নামে প্রহসন চলছে। ফলে শত শত মানুষ পন্য নিতে না পেরে ফিরে গেছে।
অপরদিকে প্রতি ট্রাকে ৪শ জনের জন্য পন্য দেবার কথা থাকলেও টিসিবি গোডাউন থেকে পন্য ট্রাকে আনার আগেই অর্ধেক পন্যই কালো বাজারে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে।
লাইন ধরা নিয়ে হুড়াহুড়ি মারামারি আর ধাক্কাধাক্কির ঘটনায় অন্তত ১৫ নারী পুরুষ আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর প্রেসক্লাব এলাকায় দুপুর ১২ টার দিকে। রংপুর প্রেসক্লাব সংলগ্ন কাষ্টমস অফিসের সামনে গিয়ে দেখা যায়, সকাল ৮ টা থেকে রংপুর প্রেসক্লাবের অদুরে শত শত নারী পুরুষ । এ সময় কে সামনে কে পেছনে এ নিয়ে বাক বিতন্ডা চলছে হাতাহাতি। সকাল ১০ টার মধ্যে টিসিবির পন্য বহনকারী ট্রাক সেখানে আসার কথা থাকলেও দু ঘন্টা পর দুপুর ১২ টা ৫ মিনিটে পন্য বহনকারী ট্রাক আসার সাথে সাথে চরম বিশৃংখলা দেখা দেয়। এ সময় ধাক্কাধাক্কি আর মারামারিতে ১৫ নারী পুরুষ আহত হয়। একই অবস্থা চলছে নগরীর আরো ১০টি স্থানে।
টিসিবি পন্য বিক্রি করতে আসা ডিলারের কর্মচারী মামুন ইসলাম জানান, ৫শ ৯০ টাকায় দুই লিটার তেল , দুই কেজি বুট এক কেজি চিনি দুই কেজি মসুর ডাল এবং আধা কেজি খেজুর ৪শ জনের মাঝে বিক্রি করার জন্য পন্য আনার দাবি করলে ৪শ জনের পন্য দেখা যাচ্ছেনা দাবির কোন সদুত্তোর দিতে পারেননি । কোন তদারককারী কর্মকর্তাকেও সেখানে দেখা যায়নি। রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন পুরো বিষয়টি দেখা হচ্ছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
পবিত্র রমজান উপলক্ষে সুলভ মুল্যে ট্রাক সেলের মাধ্যমে টিসিবি পন্য সয়াবিন তেল, চিনি বুটসহ অন্যান্য মালামাল বিক্রির নামে চরম বিশৃংখলা ধাক্কাধাক্কি , হাতাহাতি মারামারির মধ্য দিয়ে পন্য বিক্রির নামে প্রহসন চলছে। ফলে শত শত মানুষ পন্য নিতে না পেরে ফিরে গেছে।
অপরদিকে প্রতি ট্রাকে ৪শ জনের জন্য পন্য দেবার কথা থাকলেও টিসিবি গোডাউন থেকে পন্য ট্রাকে আনার আগেই অর্ধেক পন্যই কালো বাজারে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে।
লাইন ধরা নিয়ে হুড়াহুড়ি মারামারি আর ধাক্কাধাক্কির ঘটনায় অন্তত ১৫ নারী পুরুষ আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর প্রেসক্লাব এলাকায় দুপুর ১২ টার দিকে। রংপুর প্রেসক্লাব সংলগ্ন কাষ্টমস অফিসের সামনে গিয়ে দেখা যায়, সকাল ৮ টা থেকে রংপুর প্রেসক্লাবের অদুরে শত শত নারী পুরুষ । এ সময় কে সামনে কে পেছনে এ নিয়ে বাক বিতন্ডা চলছে হাতাহাতি। সকাল ১০ টার মধ্যে টিসিবির পন্য বহনকারী ট্রাক সেখানে আসার কথা থাকলেও দু ঘন্টা পর দুপুর ১২ টা ৫ মিনিটে পন্য বহনকারী ট্রাক আসার সাথে সাথে চরম বিশৃংখলা দেখা দেয়। এ সময় ধাক্কাধাক্কি আর মারামারিতে ১৫ নারী পুরুষ আহত হয়। একই অবস্থা চলছে নগরীর আরো ১০টি স্থানে।
টিসিবি পন্য বিক্রি করতে আসা ডিলারের কর্মচারী মামুন ইসলাম জানান, ৫শ ৯০ টাকায় দুই লিটার তেল , দুই কেজি বুট এক কেজি চিনি দুই কেজি মসুর ডাল এবং আধা কেজি খেজুর ৪শ জনের মাঝে বিক্রি করার জন্য পন্য আনার দাবি করলে ৪শ জনের পন্য দেখা যাচ্ছেনা দাবির কোন সদুত্তোর দিতে পারেননি । কোন তদারককারী কর্মকর্তাকেও সেখানে দেখা যায়নি। রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন পুরো বিষয়টি দেখা হচ্ছে বলে জানান তিনি।