মৎস্য বিভাগের অভিযান থেকে বাঁচতে ট্রলার নিয়ে পালাবার সময়ে ৩ মার্চ রাতে ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে মিরাজ ফকির নামক এক জেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন কালাবদর নদীতে। নিহত যুবক মিয়ারচর এলাকার ফখরুল ফকিরের ছেলে।
আভিযানিক দল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। উপজেলা মৎস্য বিভাগের মেরিন ফিশারিজ অফিসার সুকান্ত রায় খবরটি নিশ্চয়তা প্রদান করেছেন।
সুকান্ত রায় আরও জানান, শ্রীপুর এলাকায় বাধা জাল ফেলে জেলেরা মাছ শিকার করছিল। খবর পেয়ে আট সদস্যেও একটি দল সেখানে অভিযান চালায়। এসময়ে ৮/১০টি জেলে নৌকা তাদের ওপর হামলা চালায়। একটি নৌকা তাদেরও স্পীডবোটের ওপর উঠিয়ে দিলে নিহত মিরাজ ফকির নদীতে পড়ে মারা যায়।
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
মৎস্য বিভাগের অভিযান থেকে বাঁচতে ট্রলার নিয়ে পালাবার সময়ে ৩ মার্চ রাতে ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে মিরাজ ফকির নামক এক জেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন কালাবদর নদীতে। নিহত যুবক মিয়ারচর এলাকার ফখরুল ফকিরের ছেলে।
আভিযানিক দল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। উপজেলা মৎস্য বিভাগের মেরিন ফিশারিজ অফিসার সুকান্ত রায় খবরটি নিশ্চয়তা প্রদান করেছেন।
সুকান্ত রায় আরও জানান, শ্রীপুর এলাকায় বাধা জাল ফেলে জেলেরা মাছ শিকার করছিল। খবর পেয়ে আট সদস্যেও একটি দল সেখানে অভিযান চালায়। এসময়ে ৮/১০টি জেলে নৌকা তাদের ওপর হামলা চালায়। একটি নৌকা তাদেরও স্পীডবোটের ওপর উঠিয়ে দিলে নিহত মিরাজ ফকির নদীতে পড়ে মারা যায়।