বাগেরহাটের রামপাল উপজেলার ভরসাপুর বাসষ্ট্যান্ড এলাকায় খুলনা র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে বিল্লো র্কীর্ত্তনীয়া (৪২) নামের একজন ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার দিনগত গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার বিল্লো কীর্ত্তনীয়া খুলনার তেরখাদা উপজেলার উত্তর বিবি আজগড়া এলাকার মহাদেব কীর্ত্তনীয়ার ছেলে। খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে বুধবার সকালে দেয়া এক মেইল বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিল্লো কীর্ত্তনিয়া পুর্ব-পরিচয়ের সুত্রধরে একই এলাকার একজন নারীর নিকট থেকে টাকা ধার নেয়। ওই নারীর স্বামী ভারতে থাকায় ভিকটিমের অর্থের প্রয়োজন হওয়ায় তিনি বিল্লোর বাড়ীতে যান পাওনা টাকা চাইতে। বাড়ীতে অন্য কেহ না থাকায় বিল্লো কীর্ত্তনীয়া কোমল পানীয়ের সাথে চেতনা নাশক মিশিয়ে ওই নারীকে ধর্ষন করে এবং মোবাইলে নগ্ন দৃর্শ্য ভিডিও ধারন করে। ২০২২ সালে এ ঘটনাকে পুজি করে বিল্লো কীর্ত্তনীয়া প্রায়ই ভিকটিম কে ব্লাক মেইলিং করতে থাকে। এক পর্যায়ে ভিকটিম ভারতে তার স্বামীর কাছে চলে যায়। এর পরে লম্পট বিল্লো ভিকটিমের লগ্ন ছবি তার স্বামী মোবাইলে পাঠিয়ে দেয়। এহেন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে ভিকটিম এলাকায় ফিরে এসে নিজে বাদী হয়ে গত ০৯ জানুয়ারী-২০২৫ বিল্লো কে আসামী করে তেরখাদা থানায় একটি মামলা দায়ের করেন।
আর ওই মামলার সুত্র ধরে খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শেষে বিল্লোর অবস্থান নিশ্চিত করে মঙ্গলবার দিনগত গভীর রাতে বাগেরহাটের রামপাল উপজেলার ভরসাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে বুধবার সকালে খুলনা তেরখাদা থানায় সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
বাগেরহাটের রামপাল উপজেলার ভরসাপুর বাসষ্ট্যান্ড এলাকায় খুলনা র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে বিল্লো র্কীর্ত্তনীয়া (৪২) নামের একজন ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার দিনগত গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার বিল্লো কীর্ত্তনীয়া খুলনার তেরখাদা উপজেলার উত্তর বিবি আজগড়া এলাকার মহাদেব কীর্ত্তনীয়ার ছেলে। খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে বুধবার সকালে দেয়া এক মেইল বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিল্লো কীর্ত্তনিয়া পুর্ব-পরিচয়ের সুত্রধরে একই এলাকার একজন নারীর নিকট থেকে টাকা ধার নেয়। ওই নারীর স্বামী ভারতে থাকায় ভিকটিমের অর্থের প্রয়োজন হওয়ায় তিনি বিল্লোর বাড়ীতে যান পাওনা টাকা চাইতে। বাড়ীতে অন্য কেহ না থাকায় বিল্লো কীর্ত্তনীয়া কোমল পানীয়ের সাথে চেতনা নাশক মিশিয়ে ওই নারীকে ধর্ষন করে এবং মোবাইলে নগ্ন দৃর্শ্য ভিডিও ধারন করে। ২০২২ সালে এ ঘটনাকে পুজি করে বিল্লো কীর্ত্তনীয়া প্রায়ই ভিকটিম কে ব্লাক মেইলিং করতে থাকে। এক পর্যায়ে ভিকটিম ভারতে তার স্বামীর কাছে চলে যায়। এর পরে লম্পট বিল্লো ভিকটিমের লগ্ন ছবি তার স্বামী মোবাইলে পাঠিয়ে দেয়। এহেন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে ভিকটিম এলাকায় ফিরে এসে নিজে বাদী হয়ে গত ০৯ জানুয়ারী-২০২৫ বিল্লো কে আসামী করে তেরখাদা থানায় একটি মামলা দায়ের করেন।
আর ওই মামলার সুত্র ধরে খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শেষে বিল্লোর অবস্থান নিশ্চিত করে মঙ্গলবার দিনগত গভীর রাতে বাগেরহাটের রামপাল উপজেলার ভরসাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে বুধবার সকালে খুলনা তেরখাদা থানায় সোপর্দ করা হয়েছে।