টঙ্গীতে এক তরুণীকে (১৯) সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে উল্লাসপূর্বক ঘটনার ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া এলাকার মো. মাসুম এবং নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা গ্রামের সজীব মিয়া। ওই তরুণী একটি বেকারিতে কাজ করেন। টঙ্গী পূর্ব থানার উপরিদর্শক উৎপল কুমার জানান, তরুণী অভিযুক্তদের নাম-পরিচয় জানতেন না। অজ্ঞাতপরিচয় ৩ জনকে আসামি করে মামলার পর আমরা অভিযুক্ত মাসুমকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদে মাসুম সংঘবদ্ধধ ধর্ষণের পর ভিডিও ধারণ ও চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত থাকায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
টঙ্গীতে এক তরুণীকে (১৯) সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে উল্লাসপূর্বক ঘটনার ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া এলাকার মো. মাসুম এবং নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা গ্রামের সজীব মিয়া। ওই তরুণী একটি বেকারিতে কাজ করেন। টঙ্গী পূর্ব থানার উপরিদর্শক উৎপল কুমার জানান, তরুণী অভিযুক্তদের নাম-পরিচয় জানতেন না। অজ্ঞাতপরিচয় ৩ জনকে আসামি করে মামলার পর আমরা অভিযুক্ত মাসুমকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদে মাসুম সংঘবদ্ধধ ধর্ষণের পর ভিডিও ধারণ ও চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত থাকায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।