অগ্নিকাণ্ডে পাবনার ঈশ্বরদীতে ১৩টি বসতঘর, বাগেরহাটের শরণখোলায় ১টি বসতবাড়ি, ফরিদপুরের আলফাডাঙ্গায় ১০টি দোকান ও ১টি বসতঘর, কুমিল্লার লাকসামে বসতঘর ও গোয়ালঘর এবং কক্সবাজারে ঝিনুক মার্কেট পুড়ে গেছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
ঈশ্বরদী (পাবনা) : পাবনার ঈশ্বরদীতে অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে পুড়ে এক গৃহবধূ এবং ১২টি ছাগলের মৃত্যু হয়েছে।বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামের আব্দুর রহিম কাজীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আদেলা বেগম আসনা গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঈশ্বরদী ও লালপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের ভয়াবহতা এতো বেশি ছিল যে পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায়,বৃহস্পতিবার সেহরির পর উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতবুনিয়া বাজার সংলগ্ন সাইদুল কাজীর বাড়িতে ঘরের ভেতরে আগুন লাগে। ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরও ভয়াবহ হয়ে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা রান্নাঘর রক্ষা করতে পারলেও বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। এই অগ্নিকাণ্ডে ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
ফরিদপুর : ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার বানা ইউনিয়নের বানা বাজারে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। জানাগেছে, বানা বাজারে মঙ্গলবার মধ্যরাতে আকস্মিকভাবে আগুন লেগে সিরু মিয়ার ফার্মেসি এবং তার আশেপাশের মুদি দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থল গিয়ে আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার আসলাম হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২ লাখ টাকা। অপরদিকে, ফরিদপুরের মধুখালীতে বসতঘরের আগুনে পুড়ে মোছা. জবেদা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। নিহত জবেদা খাতুন ওই গ্রামের মৃত জলিল মোল্লার স্ত্রী। মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন-অফিসার মো. রাশেদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ১টি বসতঘরের ৩টি কক্ষ এবং ১টি রান্না ঘর পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে আটকা পড়ে এক বৃদ্ধা মারা যান।
লাকসাম (কুমিল্লা) : কুমিল্লার লাকসামে পৃথক ২টি বাড়িতে অগ্নিকাণ্ডে বসতঘর এবং গোয়ালঘর ভষ্মিভূত হয়েছে। এ সময় ২টি গবাদিপশুসহ ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাতে লাকসাম পৌরসভা এলাকার উত্তর লাকসাম এবং উপজেলার বাকই ইউনিয়নের কোয়ার গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে কোয়ার গ্রামের প্রবাসী হোসেন মিয়ার বাড়ীতে। অগ্নিকাণ্ডে বসতঘর, গোয়ালঘর এবং রান্নাঘর পুড়ে যায়। এতে বসতঘরের মালামাল পুড়ে ভস্মীভূত হয় এবং গোয়ালঘরে থাকা ৫টি গরুর মধ্যে ২টি গরু মারা যায় ও দুটি গরু দগ্ধ হয়। এই অগ্নিকাণ্ডে তাদের ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে, উত্তর লাকসাম এলাকায় কৃষক জগদীশ রবি দাসের বাড়িতে অগ্নিকাণ্ডে ২টি বসতঘর, রান্নাঘর এবং গোয়ালঘর পুড়ে গেছে। এতে তার ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কক্সবাজার : কক্সবাজারে ঝিনুক মার্কেটে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার সকালে শহরের কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ৯৯ ব্রাইডেলের সামনের ঝিনুক মার্কেটে এই অগ্নিকা-র ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে? ১ ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। আগুনের সুত্রপাত সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ণয় করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
অগ্নিকাণ্ডে পাবনার ঈশ্বরদীতে ১৩টি বসতঘর, বাগেরহাটের শরণখোলায় ১টি বসতবাড়ি, ফরিদপুরের আলফাডাঙ্গায় ১০টি দোকান ও ১টি বসতঘর, কুমিল্লার লাকসামে বসতঘর ও গোয়ালঘর এবং কক্সবাজারে ঝিনুক মার্কেট পুড়ে গেছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
ঈশ্বরদী (পাবনা) : পাবনার ঈশ্বরদীতে অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে পুড়ে এক গৃহবধূ এবং ১২টি ছাগলের মৃত্যু হয়েছে।বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামের আব্দুর রহিম কাজীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আদেলা বেগম আসনা গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঈশ্বরদী ও লালপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের ভয়াবহতা এতো বেশি ছিল যে পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায়,বৃহস্পতিবার সেহরির পর উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতবুনিয়া বাজার সংলগ্ন সাইদুল কাজীর বাড়িতে ঘরের ভেতরে আগুন লাগে। ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরও ভয়াবহ হয়ে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা রান্নাঘর রক্ষা করতে পারলেও বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। এই অগ্নিকাণ্ডে ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
ফরিদপুর : ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার বানা ইউনিয়নের বানা বাজারে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। জানাগেছে, বানা বাজারে মঙ্গলবার মধ্যরাতে আকস্মিকভাবে আগুন লেগে সিরু মিয়ার ফার্মেসি এবং তার আশেপাশের মুদি দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থল গিয়ে আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার আসলাম হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২ লাখ টাকা। অপরদিকে, ফরিদপুরের মধুখালীতে বসতঘরের আগুনে পুড়ে মোছা. জবেদা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। নিহত জবেদা খাতুন ওই গ্রামের মৃত জলিল মোল্লার স্ত্রী। মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন-অফিসার মো. রাশেদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ১টি বসতঘরের ৩টি কক্ষ এবং ১টি রান্না ঘর পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে আটকা পড়ে এক বৃদ্ধা মারা যান।
লাকসাম (কুমিল্লা) : কুমিল্লার লাকসামে পৃথক ২টি বাড়িতে অগ্নিকাণ্ডে বসতঘর এবং গোয়ালঘর ভষ্মিভূত হয়েছে। এ সময় ২টি গবাদিপশুসহ ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাতে লাকসাম পৌরসভা এলাকার উত্তর লাকসাম এবং উপজেলার বাকই ইউনিয়নের কোয়ার গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে কোয়ার গ্রামের প্রবাসী হোসেন মিয়ার বাড়ীতে। অগ্নিকাণ্ডে বসতঘর, গোয়ালঘর এবং রান্নাঘর পুড়ে যায়। এতে বসতঘরের মালামাল পুড়ে ভস্মীভূত হয় এবং গোয়ালঘরে থাকা ৫টি গরুর মধ্যে ২টি গরু মারা যায় ও দুটি গরু দগ্ধ হয়। এই অগ্নিকাণ্ডে তাদের ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে, উত্তর লাকসাম এলাকায় কৃষক জগদীশ রবি দাসের বাড়িতে অগ্নিকাণ্ডে ২টি বসতঘর, রান্নাঘর এবং গোয়ালঘর পুড়ে গেছে। এতে তার ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কক্সবাজার : কক্সবাজারে ঝিনুক মার্কেটে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার সকালে শহরের কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ৯৯ ব্রাইডেলের সামনের ঝিনুক মার্কেটে এই অগ্নিকা-র ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে? ১ ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। আগুনের সুত্রপাত সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ণয় করা সম্ভব হয়নি।