দিনাজপুরের বীরগঞ্জে বালুবাহী ড্রাম্পট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির চাপায় এক লাইফ ইন্সুরেন্স কর্মীর মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
বীরগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের বীরগঞ্জে বালুবাহী ড্রাম্পট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বিমল রায় নামে একজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন স্বপন রায় নামে আরও একজন।বুধবার সন্ধ্যায় উপজেলার কল্যাণীহাট সংলগ্ন বাইশ মাইল ব্রীজে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত বিমল রায় জেলার বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের নারইল গ্রামের সেদেমের ছেলে এবং স্বপন রায় একই এলাকার বাসিন্দা। বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বলেন, খবর পাওয়া মাত্রই বীরগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম এর সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের মরদেহ বর্তমানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় রয়েছে। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির চাপায় মাসুদ রানা নামে এক লাইফ ইন্সুরেন্স কর্মী নিহত হয়েছেন।বুধবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের বনকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জে বালুবাহী ড্রাম্পট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির চাপায় এক লাইফ ইন্সুরেন্স কর্মীর মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
বীরগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের বীরগঞ্জে বালুবাহী ড্রাম্পট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বিমল রায় নামে একজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন স্বপন রায় নামে আরও একজন।বুধবার সন্ধ্যায় উপজেলার কল্যাণীহাট সংলগ্ন বাইশ মাইল ব্রীজে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত বিমল রায় জেলার বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের নারইল গ্রামের সেদেমের ছেলে এবং স্বপন রায় একই এলাকার বাসিন্দা। বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বলেন, খবর পাওয়া মাত্রই বীরগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম এর সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের মরদেহ বর্তমানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় রয়েছে। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির চাপায় মাসুদ রানা নামে এক লাইফ ইন্সুরেন্স কর্মী নিহত হয়েছেন।বুধবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের বনকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।