ঝিনাইদহের মহেশপুরে ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন এক যুবক এবং কিশোরগঞ্জের বাজিতপুরে পিকআপ চাপায় এক অটোরিকসা চালক নিহত হয়েছেন। অপরদিকে, চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এক নারী পোষাক শ্রমিকের মৃত্য হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
মহেশপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুরে ট্রাক চাপায় জসিম নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোরে উপজেলার জিন্নাহনগর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জসিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা। মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। ঘাতক ট্রাকটিকে শনাক্ত এবং ঘটনার তদন্তে কাজ শুরু হয়েছে।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিতপুরে পিকআপ চাপায় রমজান মিয়া নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম পৈলনপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রমজান মিয়া উপজেলার কৈলাগ ইউনিয়নের কুকুরারাই গ্রামের বাসিন্দা। বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম : চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে সাদিয়া আক্তার নামে এক নারী পোষাক শ্রমিকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকালে মহানগরীর অক্সিজেন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন মজুমদার জানান, ট্রেনে কাটা পড়ে এক নারী আহত হলে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম জানান, সকালে ওই নারী বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন।
অক্সিজেন এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে নাজিরহাটগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫
ঝিনাইদহের মহেশপুরে ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন এক যুবক এবং কিশোরগঞ্জের বাজিতপুরে পিকআপ চাপায় এক অটোরিকসা চালক নিহত হয়েছেন। অপরদিকে, চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এক নারী পোষাক শ্রমিকের মৃত্য হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
মহেশপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুরে ট্রাক চাপায় জসিম নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোরে উপজেলার জিন্নাহনগর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জসিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা। মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। ঘাতক ট্রাকটিকে শনাক্ত এবং ঘটনার তদন্তে কাজ শুরু হয়েছে।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিতপুরে পিকআপ চাপায় রমজান মিয়া নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম পৈলনপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রমজান মিয়া উপজেলার কৈলাগ ইউনিয়নের কুকুরারাই গ্রামের বাসিন্দা। বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম : চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে সাদিয়া আক্তার নামে এক নারী পোষাক শ্রমিকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকালে মহানগরীর অক্সিজেন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন মজুমদার জানান, ট্রেনে কাটা পড়ে এক নারী আহত হলে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম জানান, সকালে ওই নারী বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন।
অক্সিজেন এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে নাজিরহাটগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।