চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃতু হয়েছে।শনিবার সকালে উপজেলার তর্তিপুর পাগলা নদীতে এ ঘটনা ঘটে। মৃত কিশোর মারুফ আলী (১১) উপজেলার উজিরপুর ইউনিয়নের একতা মোড় এলাকার বাদল আলীর ছেলে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা ১১টায় উপজেলার তর্তিপুর পাগলা নদীতে গোসল করতে যায় মারুফ আলী। এ সময় পানিতে ডুবে যায় সে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
শনিবার, ০৮ মার্চ ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃতু হয়েছে।শনিবার সকালে উপজেলার তর্তিপুর পাগলা নদীতে এ ঘটনা ঘটে। মৃত কিশোর মারুফ আলী (১১) উপজেলার উজিরপুর ইউনিয়নের একতা মোড় এলাকার বাদল আলীর ছেলে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা ১১টায় উপজেলার তর্তিপুর পাগলা নদীতে গোসল করতে যায় মারুফ আলী। এ সময় পানিতে ডুবে যায় সে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।