কক্সবাজারের চকরিয়ায় টমটম ইজিবাইক গাড়ি ছিনতাই করতে গাড়িটির চালক কিশোর মুজিবুর রহমান হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সকালে উপজেলার কোনাখালী ও পুর্ববড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বদরখালী নৌপুলিশের একটি টিম স্থানীয় এলাকাবাসীর সহায়তায় টমটম গাড়ি ছিনতাই চেষ্টা ও চালক খুনের ঘটনায় জড়িত মেহেদী ও তৌহিদ নামের দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছেন। নিহত মুজিবুর রহমান উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার প্রবাসি মোহাম্মদ আলীর ছেলে।
বদরখালী নৌ পুলিশের এসআই সুফল সিংহ বলেন, গত শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুনের ঘটনায় জড়িত সন্দেহে মেহেদী ও তৌহিদ নামের দুই যুবককে আটক করা হয়। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বদরখালী নৌ পুলিশের ওসি মো. নাজিম উদ্দীন বলেন, টমটম চালক মুজিবুর রহমান খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত অপরাপর খুনিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বদরখালী নৌপুলিশের এসআই সুফল সিংহ বলেন, আটককৃত জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় জড়িত বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা রুজু করার প্রক্রিয়া নেওয়া হবে।
রোববার, ০৯ মার্চ ২০২৫
কক্সবাজারের চকরিয়ায় টমটম ইজিবাইক গাড়ি ছিনতাই করতে গাড়িটির চালক কিশোর মুজিবুর রহমান হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সকালে উপজেলার কোনাখালী ও পুর্ববড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বদরখালী নৌপুলিশের একটি টিম স্থানীয় এলাকাবাসীর সহায়তায় টমটম গাড়ি ছিনতাই চেষ্টা ও চালক খুনের ঘটনায় জড়িত মেহেদী ও তৌহিদ নামের দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছেন। নিহত মুজিবুর রহমান উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার প্রবাসি মোহাম্মদ আলীর ছেলে।
বদরখালী নৌ পুলিশের এসআই সুফল সিংহ বলেন, গত শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুনের ঘটনায় জড়িত সন্দেহে মেহেদী ও তৌহিদ নামের দুই যুবককে আটক করা হয়। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বদরখালী নৌ পুলিশের ওসি মো. নাজিম উদ্দীন বলেন, টমটম চালক মুজিবুর রহমান খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত অপরাপর খুনিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বদরখালী নৌপুলিশের এসআই সুফল সিংহ বলেন, আটককৃত জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় জড়িত বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা রুজু করার প্রক্রিয়া নেওয়া হবে।