রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপানকে কেন্দ্র করে দুই তরুণীকে লাঞ্ছিত করার অভিযোগে রিংকু নামের এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে। গতকাল রোববার রাতে লালমাটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।’ তবে পুলিশ জানিয়েছে, রিংকুকে গ্রেপ্তার নয়, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১ মার্চ লালমাটিয়ায় দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এক ব্যক্তি ধূমপান নিয়ে আপত্তি তোলেন, যা নিয়ে উত্তেজনা ছড়ায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে রিংকু তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্ছনার চেষ্টা করেন।
সোমবার, ১০ মার্চ ২০২৫
রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপানকে কেন্দ্র করে দুই তরুণীকে লাঞ্ছিত করার অভিযোগে রিংকু নামের এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে। গতকাল রোববার রাতে লালমাটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।’ তবে পুলিশ জানিয়েছে, রিংকুকে গ্রেপ্তার নয়, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১ মার্চ লালমাটিয়ায় দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এক ব্যক্তি ধূমপান নিয়ে আপত্তি তোলেন, যা নিয়ে উত্তেজনা ছড়ায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে রিংকু তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্ছনার চেষ্টা করেন।