গত ২৪ ঘণ্টায় জননিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় চেকপোস্টে তল্লাশি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সম্বনয়ে এইসব চেকপোস্ট পরিচালনা ও অভিযান চালানো হয়েছে।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে বলা হয়েছে, গত শনিবার গভীররাত থেকে গত রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারমধ্যে ১৫ জন ডাকাত, ১৭ জন পেশাদার ছিনতাইকারী, ৫ জন চাঁদাবাজ, ১৬ জন চোর, ৭ জন মাদক কারবারী, ৩৬ জন গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য সন্দেহভাজন অপরাধীরা জড়িত বলে পুলিশ দাবি করছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি তালেবুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এই ছাড়াও পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুধর্ষ ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ধারালো চাকুসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার রাতে কোতোয়ালি থানার বাবুবাজার ব্রিজের নিচে ও বংশাল থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা বাবুবাজার ব্রিজের নিচে হোটেল টিপু সুলতান পয়েন্টে ডাকাতি করার প্রস্তুতির সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অন্য ডাকাতরা পালিয়ে যায়। এছাড়াও পল্লবীতে ৯ মামলার আসামিসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার, ১০ মার্চ ২০২৫
গত ২৪ ঘণ্টায় জননিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় চেকপোস্টে তল্লাশি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সম্বনয়ে এইসব চেকপোস্ট পরিচালনা ও অভিযান চালানো হয়েছে।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে বলা হয়েছে, গত শনিবার গভীররাত থেকে গত রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারমধ্যে ১৫ জন ডাকাত, ১৭ জন পেশাদার ছিনতাইকারী, ৫ জন চাঁদাবাজ, ১৬ জন চোর, ৭ জন মাদক কারবারী, ৩৬ জন গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য সন্দেহভাজন অপরাধীরা জড়িত বলে পুলিশ দাবি করছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি তালেবুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এই ছাড়াও পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুধর্ষ ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ধারালো চাকুসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার রাতে কোতোয়ালি থানার বাবুবাজার ব্রিজের নিচে ও বংশাল থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা বাবুবাজার ব্রিজের নিচে হোটেল টিপু সুলতান পয়েন্টে ডাকাতি করার প্রস্তুতির সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অন্য ডাকাতরা পালিয়ে যায়। এছাড়াও পল্লবীতে ৯ মামলার আসামিসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।