ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর মার্চ মাসের বেতন চলতি মাসের ২৩ তারিখেই পাচ্ছেন। গত রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা এ সংক্রান্ত আদেশ জারি করেছে বলে সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
আদেশে বলা হয়, ‘ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা বা কর্মচারী (গেজেটেড-ননগেজেটেড) ও সামরিক বাহিনীর কমিশন্ড বা ননকমিশন্ড অফিসারগণের এ মাসের (মার্চ মাসের) বেতন ভাতাদি ২৩ মার্চ দেয়া হবে।’
এছাড়া অবসরপ্রাপ্তদেরও অবসর ভাতা একই তারিখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত ২ মার্চ থেকে রোজা শুরু হয়েছে। আর আগামী ২৭ মার্চ বৃস্পতিবার রাতে শবে কদর পালিত হবে। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উদযাপন হবে।
অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল গফুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী ৩১ মার্চ তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’
সোমবার, ১০ মার্চ ২০২৫
ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর মার্চ মাসের বেতন চলতি মাসের ২৩ তারিখেই পাচ্ছেন। গত রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা এ সংক্রান্ত আদেশ জারি করেছে বলে সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
আদেশে বলা হয়, ‘ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা বা কর্মচারী (গেজেটেড-ননগেজেটেড) ও সামরিক বাহিনীর কমিশন্ড বা ননকমিশন্ড অফিসারগণের এ মাসের (মার্চ মাসের) বেতন ভাতাদি ২৩ মার্চ দেয়া হবে।’
এছাড়া অবসরপ্রাপ্তদেরও অবসর ভাতা একই তারিখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত ২ মার্চ থেকে রোজা শুরু হয়েছে। আর আগামী ২৭ মার্চ বৃস্পতিবার রাতে শবে কদর পালিত হবে। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উদযাপন হবে।
অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল গফুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী ৩১ মার্চ তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’