চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। অভিযুক্ত মাংস ব্যবসায়ী মো. হেলাল উদ্দীন পাশ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আবদুল লতিফের ছেলে। জানা যায়, রোববার সকালে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা সংবাদ পান উপজেলার বেরনাইয়া বাজারে মরা গরুর মাংস বিক্রি করা হচ্ছে। সংবাদের ভিওিতে তিনি শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট নিরুপম মজুমদার এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলমকে ঘটনাস্থলে পাঠালে তারা ঘটনার সত্যতা নিশ্চিত হন। এ সময় উপস্থিত জনসাধারণের সামনে মরা গরুর মাংসগুলো জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট নিরুপম মজুমদার অভিযুক্ত মাংস ব্যবসায়ী মো, হেলাল উদ্দীনকে ১০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
সোমবার, ১০ মার্চ ২০২৫
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। অভিযুক্ত মাংস ব্যবসায়ী মো. হেলাল উদ্দীন পাশ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আবদুল লতিফের ছেলে। জানা যায়, রোববার সকালে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা সংবাদ পান উপজেলার বেরনাইয়া বাজারে মরা গরুর মাংস বিক্রি করা হচ্ছে। সংবাদের ভিওিতে তিনি শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট নিরুপম মজুমদার এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলমকে ঘটনাস্থলে পাঠালে তারা ঘটনার সত্যতা নিশ্চিত হন। এ সময় উপস্থিত জনসাধারণের সামনে মরা গরুর মাংসগুলো জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট নিরুপম মজুমদার অভিযুক্ত মাংস ব্যবসায়ী মো, হেলাল উদ্দীনকে ১০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।