নন্দীগ্রাম (বগুড়া) : বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে -সংবাদ
বগুড়ার নন্দীগ্রামে ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কালিশ গ্রামে পারিবারিক বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত আমির উদ্দিন ফকিরের ছেলে আনিছ ফকির (৫০) এর বিরুদ্ধে। এঘটনায় আব্দুস সালামের ছেলে ভুক্তভোগী ইদ্রিস আলী সরদার (৩৬) গত ১২ মার্চ নন্দীগ্রাম থানায় একটি জিডি করেন।
জিডিতে ভুক্তভোগী ইদ্রিস আলী সরদার উল্লেখ করেন, বিবাদীর বসতবাড়ী এবং আমার বসতবাড়ী পাশাপাশি। পূর্ব হতে বিভিন্ন প্রকার বিষয়ে বিবাদীর সাথে আমার বিরোধ চলে আসছিল। বিবাদীর সাথে সামান্য প্রকার বিষয়ে তর্কবিতর্ক হওয়ায় বিবাদীর জমির পাশ দিয়ে থাকা আমার বসতবাড়ী হতে বের হওয়ার পায়ে হাঁটা চলাচলের রাস্তা গত ০১/০৩/২০২৫ ইং তারিখ সকাল অনুমান ৭ ঘটিকার সময় বন্ধ করে দেয়। আমি বিবাদীকে রাস্তা বন্ধ করতে নিষেধ করায় বিবাদী উত্তেজিত হয়ে আমার সাথে রাগান্বিত ভাবে কথাবার্তা বলে আমাকে মারধর করার জন্য তেড়ে আসে। ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদী আমাকে খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়।
তিনি আরও উল্লেখ করেন, আমি বাড়ী তৈরী করার পর থেকেই বিগত ২০ বছর যাবৎ উক্ত রাস্তা আমার বাড়ী হতে বের হওয়ার চলাচলের জন্য ব্যবহার করে আসছি। এ বিষয়ে ভুক্তভোগী ইদ্রিস আলী জানান, আমার পায়ে চলাচল করার একমাত্র রাস্তাটি বন্ধ করার কারণে পরিবার নিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়ে পড়েছি। অচিরেই রাস্তাটি খুলে দেওয়ার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।
অপরদিকে বিবাদীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, একটি পরিবারকে অবরুদ্ধ করার বিষয় নিয়ে এক ভুক্তভোগী পরিবার থানায় জিডি করেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নন্দীগ্রাম (বগুড়া) : বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে -সংবাদ
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
বগুড়ার নন্দীগ্রামে ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কালিশ গ্রামে পারিবারিক বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত আমির উদ্দিন ফকিরের ছেলে আনিছ ফকির (৫০) এর বিরুদ্ধে। এঘটনায় আব্দুস সালামের ছেলে ভুক্তভোগী ইদ্রিস আলী সরদার (৩৬) গত ১২ মার্চ নন্দীগ্রাম থানায় একটি জিডি করেন।
জিডিতে ভুক্তভোগী ইদ্রিস আলী সরদার উল্লেখ করেন, বিবাদীর বসতবাড়ী এবং আমার বসতবাড়ী পাশাপাশি। পূর্ব হতে বিভিন্ন প্রকার বিষয়ে বিবাদীর সাথে আমার বিরোধ চলে আসছিল। বিবাদীর সাথে সামান্য প্রকার বিষয়ে তর্কবিতর্ক হওয়ায় বিবাদীর জমির পাশ দিয়ে থাকা আমার বসতবাড়ী হতে বের হওয়ার পায়ে হাঁটা চলাচলের রাস্তা গত ০১/০৩/২০২৫ ইং তারিখ সকাল অনুমান ৭ ঘটিকার সময় বন্ধ করে দেয়। আমি বিবাদীকে রাস্তা বন্ধ করতে নিষেধ করায় বিবাদী উত্তেজিত হয়ে আমার সাথে রাগান্বিত ভাবে কথাবার্তা বলে আমাকে মারধর করার জন্য তেড়ে আসে। ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদী আমাকে খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়।
তিনি আরও উল্লেখ করেন, আমি বাড়ী তৈরী করার পর থেকেই বিগত ২০ বছর যাবৎ উক্ত রাস্তা আমার বাড়ী হতে বের হওয়ার চলাচলের জন্য ব্যবহার করে আসছি। এ বিষয়ে ভুক্তভোগী ইদ্রিস আলী জানান, আমার পায়ে চলাচল করার একমাত্র রাস্তাটি বন্ধ করার কারণে পরিবার নিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়ে পড়েছি। অচিরেই রাস্তাটি খুলে দেওয়ার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।
অপরদিকে বিবাদীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, একটি পরিবারকে অবরুদ্ধ করার বিষয় নিয়ে এক ভুক্তভোগী পরিবার থানায় জিডি করেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।