ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে দুই ট্রাকের সংঘর্ষে মো. আলি হোসেন (৩২) নামে এক হেলপার নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ দিগং গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা থেকে ফরিদপুরগামী ট্রাক্টর বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-১১৭১) মাঝকান্দি বাসস্ট্যান্ডের সামনে গাড়ি ঘোরানোর চেষ্টা করছিল। এসময় একই দিক থেকে আসা বেনাপোল থেকে ঢাকাগামী ভুট্টো বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৯২৮৮) নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ভুট্টোবোঝাই ট্রাকের হেলপার আলি হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক দুটি জব্দ করে। মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. রইচ হোসেন জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এছাড়া চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে দুই ট্রাকের সংঘর্ষে মো. আলি হোসেন (৩২) নামে এক হেলপার নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ দিগং গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা থেকে ফরিদপুরগামী ট্রাক্টর বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-১১৭১) মাঝকান্দি বাসস্ট্যান্ডের সামনে গাড়ি ঘোরানোর চেষ্টা করছিল। এসময় একই দিক থেকে আসা বেনাপোল থেকে ঢাকাগামী ভুট্টো বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৯২৮৮) নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ভুট্টোবোঝাই ট্রাকের হেলপার আলি হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক দুটি জব্দ করে। মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. রইচ হোসেন জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এছাড়া চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।