দিনাজপুরের বীরগঞ্জে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, পটুয়াখালীর কলাপাড়ায় ঘরের আড়ের সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
বীরগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের বীরগঞ্জে গলায় ফাঁস দেয়া অবস্থায় জুয়েল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুড়িটাকিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জুয়েল ইসলাম কুড়িটাকিয়া গ্রামের মোকছেদুল ইসলামের ছেলে। নিহতের ?পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যান জুয়েল। পরদিন রোববার সকালে গ্রামের লোকজন পার্শ্ববর্তী আব্দুল জলিলের আম গাছের ডালে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। অসুস্থতা জনিত কারণে জুয়েল আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তার পরিবারের ধারনা। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় মনিরা আক্তার নামে ১২ বছর বয়সী এক কিশোরীর ঘরের আড়ের সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতা বুনিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মনিরা আক্তার চালিতা বুনিয়া গ্রামের সবুজ মোল্লার মেয়ে। সে নোমরহাট পিএন্ডডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ছিল। ঘটনার সময় ঘরে মনিরার বাবা-মা ঘরে না থাকায়, তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার, ১৭ মার্চ ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, পটুয়াখালীর কলাপাড়ায় ঘরের আড়ের সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
বীরগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের বীরগঞ্জে গলায় ফাঁস দেয়া অবস্থায় জুয়েল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুড়িটাকিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জুয়েল ইসলাম কুড়িটাকিয়া গ্রামের মোকছেদুল ইসলামের ছেলে। নিহতের ?পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যান জুয়েল। পরদিন রোববার সকালে গ্রামের লোকজন পার্শ্ববর্তী আব্দুল জলিলের আম গাছের ডালে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। অসুস্থতা জনিত কারণে জুয়েল আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তার পরিবারের ধারনা। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় মনিরা আক্তার নামে ১২ বছর বয়সী এক কিশোরীর ঘরের আড়ের সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতা বুনিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মনিরা আক্তার চালিতা বুনিয়া গ্রামের সবুজ মোল্লার মেয়ে। সে নোমরহাট পিএন্ডডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ছিল। ঘটনার সময় ঘরে মনিরার বাবা-মা ঘরে না থাকায়, তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে পুলিশ।