alt

সারাদেশ

প্রতিবাদ আন্দোলনের মধ্যে থেমে নেই শিশু-নারী ধর্ষণ-নির্যাতন

নিজস্ব বার্তা পরিবেশক : বুধবার, ১৯ মার্চ ২০২৫

সারাদেশে শিশু ও নারী ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠলেও থেমে নেই শিশু ও নারী ধর্ষণ-নির্যাতন। গত দু’দিনে কুমিল্লায় এক তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’ করা হয়েছে, যশোরেও এক তরুণীকে দলবেঁধে ‘ধর্ষণ’ করা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ‘ধর্ষণচেষ্টা’র অভিযোগে আরেক শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে।

এসব ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আসামি ও অভিযুক্তদের গ্রেপ্তার করছে। কিন্তু এরই মধ্যে চলছে শিশু-নারী ধর্ষণ-নির্যাতন।

বুধবারও দেশের বিভিন্ন এলাকা থেকে শিশু-নারী ধর্ষণ ও নির্যাতনের খবর পাওয়া গেছে।

কুমিল্লায় তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’

কুমিল্লার লাকসাম উপজেলায় এক তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, রোববার তরুণীর মা থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়। সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- উপজেলার মনোহরপুর এলাকার ছেলে মোহাম্মদ আলী (২৫), লাকসাম পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মো. মাসুদ (২৩), বাতাখালী এলাকার মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার আল আমিন (২৩) এবং মধ্য লাকসাম এলাকার বিলকিছ আক্তার কল্পনা (৪০)।

মামলার বরাতে ওসি নাজনীন বলেন, ‘নোয়াখালীর সোনাপুর এলাকার এক তরুণী তার স্বামীকে নিয়ে নানাশ্বশুরবাড়ি যাওয়ার জন্য বের হন। ১৪ মার্চ ভোরে তারা লাকসাম বাইপাস মোড় থেকে বাড়ি ফেরার জন্য অটোরিকশায় ওঠেন। অটোরিকশাচালক মাসুদ তারা স্বামী-স্ত্রী কিনা জানতে চেয়ে সন্দেহ প্রকাশ করে। একপর্যায়ে কৌশলে মাসুদ তাদের লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান। অভিযুক্তরা তাদের ব্যাগ তল্লাশি করে এবং পরিকল্পিতভাবে লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে স্বামীকে ফেলে রেখে তরুণীকে অপহরণ করে।’ তিনি আরও বলেন, ‘অপহরণের পর অভিযুক্তরা তরুণীকে বড়তুপা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে মাসুদ ও মোহাম্মদ তাকে ধর্ষণ করে। পরে তরুণীকে লাকসাম পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার ভিলায় বিলকিছ আক্তারের ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পুনরায় ধর্ষণ করা হয়।’

নাজনীন বলেন, ‘ঘটনার পর তরুণীর স্বামী তাদের স্থানীয় আত্মীয়-স্বজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে লাকসাম থানায় নিয়ে যায়। পরে তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় মামলা করেন।’

মামলার তদন্ত কর্মকর্তা লাকসাম থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষার জন্য তরুণীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সেখানেই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।’

যশোরে তরুণীকে দলবেঁধে ‘ধর্ষণ’

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চারজনের মধ্যে দুইজন ছাত্রদল নেতা। এ অভিযোগে যাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার গদখালী ইউনিয়নের একটি লিচুবাগানে ধর্ষণের ঘটনা ঘটে বলে জানান ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান। তবে গ্রেপ্তারদের স্বজনদের দাবি, ওই তরুণী চুক্তিতে এসে টাকা কম পাওয়ায় ধর্ষণের অভিযোগ করেছেন।

গ্রেপ্তাররা হলেন উপজেলার পটুয়াপাড়া গ্রামের ইয়াসিন আরাফাত (২২), একই এলাকার জাবেদ হোসেন (২৮), আবদুল্লাহ আল মামুন (বাপ্পী) (২১) এবং আমিনুর রহমান (২০)। তাদের মধ্যে গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (বাপ্পি) ও দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাতকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি। তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

ওসি বাবলুর রহমান বলেন, রোববার বিকেলে থানায় ফোনে এক নারী ধর্ষণের অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে (১৯) উদ্ধার করে। তিনি পাশের মনিরামপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

ওই তরুণীর অভিযোগের বরাতে ওসি বলেন, ‘মেয়েটি বেনাপোলে তার খালার বাড়ি থেকে ফেরার পথে গদখালী বাজারে ফুল কিনতে নামেন। বাজারের ফুল ব্যবসায়ী আমিনুর রহমানের দোকানে গেলে ওই চারজনের সঙ্গে পরিচয় হয় তার। পরে ওই তরুণীকে গদখালী এলাকায় ফুলবাগান দেখানোর কথা বলে তাকে পটুয়াপাড়া গ্রামে এক লিচুবাগানে নিয়ে ধর্ষণ করা হয়।‘

কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ‘ধর্ষণচেষ্টা’

ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ‘ধর্ষণচেষ্টার’ অভিযোগে ১১ বছর বয়সী আরেক শিশুকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন জানিয়েছেন, রোববার দুপুরের এই ঘটনায় ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে। তিনি বলেন, ‘ রোববার দুপুর দেড়টার দিকে গাছে পানি দেয়ার কথা বলে মেয়েটিকে সঙ্গে নিয়ে ছাদে যায় ছেলেটি। সন্ধ্যার পর মেয়েটির বাবা-মা বিষয়টি টের পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। তাদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ছেলেটিকে হেফাজতে নেয়া হয়েছে।’

ভুক্তভোগী শিশুর ফুপু বলেন, প্রথমে তাকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছিল। পরে রাত পৌনে একটার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

সিরাজগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষিত

সিরাজগঞ্জ শহরে আট বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সদর থানার ওসি হুমায়ুন কবির বুধবার বিকেলে বলেন, রোববার রাতে শিশুটিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে এসেছে এবং এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সম্প্রতি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে মারা যায়। এ ঘটনা সারাদেশে তোলপাড় তৈরি করে। এর মধ্যেই সিরাজগঞ্জে শিশু ধর্ষণের ঘটনা ঘটল।

শিশুটির স্বজনরা জানান, রোববার বিকেলে শিশুটি খেলা করছিল। ওই সময় তাকে এক কিশোর ধরে পাশের একটি টয়লেটে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। রাতে শিশুটি আবারও অসুস্থ হয়ে পড়লে সে স্বজনদের ধর্ষণের বিষয়টি জানায়। এরপর রাতেই তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রায়হান খন্দকার বলেন, ‘শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত। প্রতিবেদন পেলে আরও বিস্তারিত বলা যাবে।’

ছবি

৭টি ইউনিটই বন্ধ, উৎপাদনে ফিরতে গ্যাস চায় ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র

ছবি

আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরায় পৌঁছাল ৬০ কার্টন হাঁড়িভাঙ্গা আম

ছবি

টানা বৃষ্টিতে বেগমগঞ্জে জলাবদ্ধতা, দুর্ভোগ

দৌলতপুরে একই ক্লিনিকে এক মাসে দুই প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের বাড়িতে হামলা

বিএনপি সমর্থিত ড্যাবের নির্বাচন নিয়ে পঙ্গু হাসপাতালে মতবিনিময়

ফকিরহাটে হ্যামকো কোম্পানির কারখানায় ডাকাতি, গ্রেপ্তার ৯ লুণ্ঠিত মালামাল উদ্ধার

জুলাই শহীদদের স্মরণে সিরাজগঞ্জে স্মৃতিস্তম্ভ উদ্বোধন

চান্দিনা পৌরসভার বাজেট ঘোষণা

বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি আব্দুর রাজ্জাক

চট্টগ্রামে খাবারে তেলাপোকা, জরিমানা গুনল ৩ হোটেল

ছবি

বোয়ালখালীতে আমনের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

ডুমুরিয়ার বাজারে বেড়েছে সবজি ও মাছের দাম

দোহারে ডাকাতি মামলায় আটক ৪

রোহিঙ্গা ক্যাম্পে ৪ খুনের মামলায় আরসা প্রধান আতাউল্লাহ রিমান্ডে

ছবি

খাগড়াছড়িতে পানিবন্দী মানুষের দুর্ভোগ, দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল বন্ধ

ছবি

নদের পাড় কেটে নৌকার উপর শত শত জিও ব্যাগ ভর্তি

সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের বাড়িতে এনসিপি নেতারা

ছবি

পূর্বধলায় গাছের চারা বিতরণ

মুন্সীগঞ্জে পরিত্যক্ত কক্ষে যুবকের মরদেহ

ছবি

বোয়ালখালীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার

ঝর্ণা দেখতে গিয়ে আটকে পড়া ৮ শিক্ষার্থীকে উদ্ধার করল পুলিশ

সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে পুশইন

মাদারগঞ্জ সড়কে আহত ৩, পা বিছিন্ন ১

মাওয়ায় স্পিডবোট ট্রলার সংঘর্ষের ৬ দিন পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ছবি

আষাঢ় ঘনালেই জেগে ওঠে পদ্মা তীরের জেলেপাড়া

পীরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৫০

ছবি

পরিবেশের ক্ষতিকর গাছের চারা ধ্বংস কার্যক্রমের উদ্বোধন

কেশবপুরে খালের জলকপাট ভেঙে লোকালয়ে পানি

পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার

চাঁদপুরে অস্ত্রসহ ৬ কিশোর গ্রেপ্তার

ছবি

দুমকিতে অতি বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি

মোরেলগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যাহতি

চাঁদপুরে ৭ মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাটে এক পরিবারের ৮টি গরু চুরি

জমি সংক্রান্ত বিরোধের জেরে দোকান ভাঙচুর-লুটপাট

যমজ শিশুকে হত্যা করেছে মা নিজেই, আদালতে জবানবন্দি

tab

সারাদেশ

প্রতিবাদ আন্দোলনের মধ্যে থেমে নেই শিশু-নারী ধর্ষণ-নির্যাতন

নিজস্ব বার্তা পরিবেশক

বুধবার, ১৯ মার্চ ২০২৫

সারাদেশে শিশু ও নারী ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠলেও থেমে নেই শিশু ও নারী ধর্ষণ-নির্যাতন। গত দু’দিনে কুমিল্লায় এক তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’ করা হয়েছে, যশোরেও এক তরুণীকে দলবেঁধে ‘ধর্ষণ’ করা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ‘ধর্ষণচেষ্টা’র অভিযোগে আরেক শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে।

এসব ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আসামি ও অভিযুক্তদের গ্রেপ্তার করছে। কিন্তু এরই মধ্যে চলছে শিশু-নারী ধর্ষণ-নির্যাতন।

বুধবারও দেশের বিভিন্ন এলাকা থেকে শিশু-নারী ধর্ষণ ও নির্যাতনের খবর পাওয়া গেছে।

কুমিল্লায় তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’

কুমিল্লার লাকসাম উপজেলায় এক তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, রোববার তরুণীর মা থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়। সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- উপজেলার মনোহরপুর এলাকার ছেলে মোহাম্মদ আলী (২৫), লাকসাম পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মো. মাসুদ (২৩), বাতাখালী এলাকার মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার আল আমিন (২৩) এবং মধ্য লাকসাম এলাকার বিলকিছ আক্তার কল্পনা (৪০)।

মামলার বরাতে ওসি নাজনীন বলেন, ‘নোয়াখালীর সোনাপুর এলাকার এক তরুণী তার স্বামীকে নিয়ে নানাশ্বশুরবাড়ি যাওয়ার জন্য বের হন। ১৪ মার্চ ভোরে তারা লাকসাম বাইপাস মোড় থেকে বাড়ি ফেরার জন্য অটোরিকশায় ওঠেন। অটোরিকশাচালক মাসুদ তারা স্বামী-স্ত্রী কিনা জানতে চেয়ে সন্দেহ প্রকাশ করে। একপর্যায়ে কৌশলে মাসুদ তাদের লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান। অভিযুক্তরা তাদের ব্যাগ তল্লাশি করে এবং পরিকল্পিতভাবে লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে স্বামীকে ফেলে রেখে তরুণীকে অপহরণ করে।’ তিনি আরও বলেন, ‘অপহরণের পর অভিযুক্তরা তরুণীকে বড়তুপা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে মাসুদ ও মোহাম্মদ তাকে ধর্ষণ করে। পরে তরুণীকে লাকসাম পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার ভিলায় বিলকিছ আক্তারের ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পুনরায় ধর্ষণ করা হয়।’

নাজনীন বলেন, ‘ঘটনার পর তরুণীর স্বামী তাদের স্থানীয় আত্মীয়-স্বজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে লাকসাম থানায় নিয়ে যায়। পরে তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় মামলা করেন।’

মামলার তদন্ত কর্মকর্তা লাকসাম থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষার জন্য তরুণীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সেখানেই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।’

যশোরে তরুণীকে দলবেঁধে ‘ধর্ষণ’

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চারজনের মধ্যে দুইজন ছাত্রদল নেতা। এ অভিযোগে যাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার গদখালী ইউনিয়নের একটি লিচুবাগানে ধর্ষণের ঘটনা ঘটে বলে জানান ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান। তবে গ্রেপ্তারদের স্বজনদের দাবি, ওই তরুণী চুক্তিতে এসে টাকা কম পাওয়ায় ধর্ষণের অভিযোগ করেছেন।

গ্রেপ্তাররা হলেন উপজেলার পটুয়াপাড়া গ্রামের ইয়াসিন আরাফাত (২২), একই এলাকার জাবেদ হোসেন (২৮), আবদুল্লাহ আল মামুন (বাপ্পী) (২১) এবং আমিনুর রহমান (২০)। তাদের মধ্যে গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (বাপ্পি) ও দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাতকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি। তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

ওসি বাবলুর রহমান বলেন, রোববার বিকেলে থানায় ফোনে এক নারী ধর্ষণের অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে (১৯) উদ্ধার করে। তিনি পাশের মনিরামপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

ওই তরুণীর অভিযোগের বরাতে ওসি বলেন, ‘মেয়েটি বেনাপোলে তার খালার বাড়ি থেকে ফেরার পথে গদখালী বাজারে ফুল কিনতে নামেন। বাজারের ফুল ব্যবসায়ী আমিনুর রহমানের দোকানে গেলে ওই চারজনের সঙ্গে পরিচয় হয় তার। পরে ওই তরুণীকে গদখালী এলাকায় ফুলবাগান দেখানোর কথা বলে তাকে পটুয়াপাড়া গ্রামে এক লিচুবাগানে নিয়ে ধর্ষণ করা হয়।‘

কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ‘ধর্ষণচেষ্টা’

ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ‘ধর্ষণচেষ্টার’ অভিযোগে ১১ বছর বয়সী আরেক শিশুকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন জানিয়েছেন, রোববার দুপুরের এই ঘটনায় ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে। তিনি বলেন, ‘ রোববার দুপুর দেড়টার দিকে গাছে পানি দেয়ার কথা বলে মেয়েটিকে সঙ্গে নিয়ে ছাদে যায় ছেলেটি। সন্ধ্যার পর মেয়েটির বাবা-মা বিষয়টি টের পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। তাদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ছেলেটিকে হেফাজতে নেয়া হয়েছে।’

ভুক্তভোগী শিশুর ফুপু বলেন, প্রথমে তাকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছিল। পরে রাত পৌনে একটার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

সিরাজগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষিত

সিরাজগঞ্জ শহরে আট বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সদর থানার ওসি হুমায়ুন কবির বুধবার বিকেলে বলেন, রোববার রাতে শিশুটিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে এসেছে এবং এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সম্প্রতি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে মারা যায়। এ ঘটনা সারাদেশে তোলপাড় তৈরি করে। এর মধ্যেই সিরাজগঞ্জে শিশু ধর্ষণের ঘটনা ঘটল।

শিশুটির স্বজনরা জানান, রোববার বিকেলে শিশুটি খেলা করছিল। ওই সময় তাকে এক কিশোর ধরে পাশের একটি টয়লেটে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। রাতে শিশুটি আবারও অসুস্থ হয়ে পড়লে সে স্বজনদের ধর্ষণের বিষয়টি জানায়। এরপর রাতেই তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রায়হান খন্দকার বলেন, ‘শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত। প্রতিবেদন পেলে আরও বিস্তারিত বলা যাবে।’

back to top