মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা-চন্দনপুর গ্রামে লেভেল ফ্যাক্টরি ব্লাজন ট্রিমস্ এন্ড প্যাকেজিং লিমিটেডের নির্মাণ কাজ পাওয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার উপজেলার জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সুদক্ষিরা গ্রামের বাসিন্দা হাজী শহিদুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ একই গ্রামের আরেক বিএনপি নেতা ফারুক হোসেন গ্রুপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৭ জনের নাম উল্ল্যেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে, ফারুক গ্রুপের পক্ষ থেকে থানায় পাল্টা লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে। এর আগে সোমবার সকাল ১১টায় ব্লাজন ট্রিমস্ এন্ড প্যাকেজিং ফ্যাক্টরির সামনে নির্মাণ কাজ পাওয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোঃ ফারুক হোসেন ও হাজী শহিদুল ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ৬ জন আহত হন।
আহতদের মধ্যে ফারুকের বড় ভাই আব্দুল খালেক ও শহিদুলের ছোট ভাই হারুনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, এক পক্ষ থেকে মামলা দিয়েছে। আরেক পক্ষের লিখিত অভিযোগ পেলে এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার, ১৯ মার্চ ২০২৫
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা-চন্দনপুর গ্রামে লেভেল ফ্যাক্টরি ব্লাজন ট্রিমস্ এন্ড প্যাকেজিং লিমিটেডের নির্মাণ কাজ পাওয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার উপজেলার জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সুদক্ষিরা গ্রামের বাসিন্দা হাজী শহিদুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ একই গ্রামের আরেক বিএনপি নেতা ফারুক হোসেন গ্রুপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৭ জনের নাম উল্ল্যেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে, ফারুক গ্রুপের পক্ষ থেকে থানায় পাল্টা লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে। এর আগে সোমবার সকাল ১১টায় ব্লাজন ট্রিমস্ এন্ড প্যাকেজিং ফ্যাক্টরির সামনে নির্মাণ কাজ পাওয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোঃ ফারুক হোসেন ও হাজী শহিদুল ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ৬ জন আহত হন।
আহতদের মধ্যে ফারুকের বড় ভাই আব্দুল খালেক ও শহিদুলের ছোট ভাই হারুনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, এক পক্ষ থেকে মামলা দিয়েছে। আরেক পক্ষের লিখিত অভিযোগ পেলে এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।