মোরেলগঞ্জ (বাগেরহাট) : চিহ্নিত অপরাধী কবিরকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -সংবাদ
বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী ইউনিয়নের ২৫বিঘার একটি মৎস ঘের দখলের চেষ্টায় হামলা চালায় দুর্বৃত্তরা। এঘটনায় জমির মালিকদের পক্ষে জাকির হাওলাদার বাদী হয়ে সাখাওয়াত ওরফে মোকছেদ, কবির বয়াতীসহ ৪ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে এঘটনার প্রতিবাদে এলাকার চিহিৃত অপরাধী মোরেলগঞ্জ থানাসহ বিভিন্ন থানার একাধিক মামলার আসামী কবির বয়াতীসহ হামলাকারীদের বিচারের দাবীতে শুক্রবার বেলা ১১টায় তেতুলবাড়ীয়া বাজারে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগী গ্রামবাসীরা।
মানবন্ধন থেকে ভূক্তভোগীরা অভিযোগ করে বলেন, বারইখালী ইউনিয়নের দক্ষিণ সুতালড়ী ভাষন্ডা গ্রামের জাকির হাওলাদারসহ স্থানীয় কতিপয় জমি মালিকরা ১১৩নং দক্ষিণ সুতালড়ী মৌজায় তাদের পৈত্রিক জমিতে ২৫ বিঘার একটি মৎস্য ঘের দীর্ঘদিন ধরে করে আসছেন। এবছরেও উক্ত ঘেরে তারা মাছ ছাড়াসহ ঘেরের ভেরিবাঁধ সংস্কার করতে গেলে ২৬ ফেব্রুয়ারি সকালে একই এলাকার চিহিৃত অপরাধী একাধিক মামলার আসামী কবির বয়াতীর নের্তৃতে সাখাওয়াত, মোকসেদসহ ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র, লাঠিসোঠাসহ ঘেরমালিক জাকির হাওলাদারের উপর অতর্কিত হামলা করে ঘের থেকে বের করে দেয়। পরে স্থানীয় জমি মালিকরা এঘটনার বিচার চেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করলে থানা পুলিশ উভয় পক্ষকে স্থানীয় পর্যায়ে কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বললেও হামলাকারীরা হাজির না হয়ে তালবাহানা করে সময় ক্ষেপন করেন। উল্টো বাদীসহ জমি মালিকদের ভয়ভীতি, হুমকি ও হয়রানী করে আসছে এ প্রভাবশালী মহলটি।
ভুক্তভোগী জমি মালিকরা মানববন্ধন থেকে এলাকার চিহিৃত অপরাধী কবির বয়াতীসহ হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সাথে প্রকৃত জমি মালিকরা শান্তিপ্রিয়ভাবে তাদের জমিতে মৎস্য ঘের করতে পারেন তার ব্যবস্থা গ্রহনে উর্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযোগের বাদী ভূক্তভোগী জাকির হাওলাদার বলেন, নিজেদের পৈত্রিক জমিতে প্রকৃত জমি মালিকরা ঘের করতে পারবোনা। উড়ে এসে জুড়ে বসা এলাকার চিহিৃত অপরাধী, ডাকাতী মামলাসহ একাধিক মামলার আসামী তার ভয়ে পরিবার পরিজন নিয়ে আতংকে থাকতে হয় সাধারণ গ্রামবাসীদের। প্রশাসনের এ অপরাধীদের ধরতে কোথায় বাধা
এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, কবির বয়াতীর নামে মোরেলগঞ্জ, বাগেরহাট থানায় কমপক্ষে ১৫টি মামলা রয়েছে। সে অনেকদিন জেল হাজতে ছিল। বর্তমানে পলাতক। তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
মোরেলগঞ্জ (বাগেরহাট) : চিহ্নিত অপরাধী কবিরকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -সংবাদ
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী ইউনিয়নের ২৫বিঘার একটি মৎস ঘের দখলের চেষ্টায় হামলা চালায় দুর্বৃত্তরা। এঘটনায় জমির মালিকদের পক্ষে জাকির হাওলাদার বাদী হয়ে সাখাওয়াত ওরফে মোকছেদ, কবির বয়াতীসহ ৪ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে এঘটনার প্রতিবাদে এলাকার চিহিৃত অপরাধী মোরেলগঞ্জ থানাসহ বিভিন্ন থানার একাধিক মামলার আসামী কবির বয়াতীসহ হামলাকারীদের বিচারের দাবীতে শুক্রবার বেলা ১১টায় তেতুলবাড়ীয়া বাজারে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগী গ্রামবাসীরা।
মানবন্ধন থেকে ভূক্তভোগীরা অভিযোগ করে বলেন, বারইখালী ইউনিয়নের দক্ষিণ সুতালড়ী ভাষন্ডা গ্রামের জাকির হাওলাদারসহ স্থানীয় কতিপয় জমি মালিকরা ১১৩নং দক্ষিণ সুতালড়ী মৌজায় তাদের পৈত্রিক জমিতে ২৫ বিঘার একটি মৎস্য ঘের দীর্ঘদিন ধরে করে আসছেন। এবছরেও উক্ত ঘেরে তারা মাছ ছাড়াসহ ঘেরের ভেরিবাঁধ সংস্কার করতে গেলে ২৬ ফেব্রুয়ারি সকালে একই এলাকার চিহিৃত অপরাধী একাধিক মামলার আসামী কবির বয়াতীর নের্তৃতে সাখাওয়াত, মোকসেদসহ ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র, লাঠিসোঠাসহ ঘেরমালিক জাকির হাওলাদারের উপর অতর্কিত হামলা করে ঘের থেকে বের করে দেয়। পরে স্থানীয় জমি মালিকরা এঘটনার বিচার চেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করলে থানা পুলিশ উভয় পক্ষকে স্থানীয় পর্যায়ে কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বললেও হামলাকারীরা হাজির না হয়ে তালবাহানা করে সময় ক্ষেপন করেন। উল্টো বাদীসহ জমি মালিকদের ভয়ভীতি, হুমকি ও হয়রানী করে আসছে এ প্রভাবশালী মহলটি।
ভুক্তভোগী জমি মালিকরা মানববন্ধন থেকে এলাকার চিহিৃত অপরাধী কবির বয়াতীসহ হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সাথে প্রকৃত জমি মালিকরা শান্তিপ্রিয়ভাবে তাদের জমিতে মৎস্য ঘের করতে পারেন তার ব্যবস্থা গ্রহনে উর্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযোগের বাদী ভূক্তভোগী জাকির হাওলাদার বলেন, নিজেদের পৈত্রিক জমিতে প্রকৃত জমি মালিকরা ঘের করতে পারবোনা। উড়ে এসে জুড়ে বসা এলাকার চিহিৃত অপরাধী, ডাকাতী মামলাসহ একাধিক মামলার আসামী তার ভয়ে পরিবার পরিজন নিয়ে আতংকে থাকতে হয় সাধারণ গ্রামবাসীদের। প্রশাসনের এ অপরাধীদের ধরতে কোথায় বাধা
এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, কবির বয়াতীর নামে মোরেলগঞ্জ, বাগেরহাট থানায় কমপক্ষে ১৫টি মামলা রয়েছে। সে অনেকদিন জেল হাজতে ছিল। বর্তমানে পলাতক। তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।