সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজ হওয়ার চারদিন পর একটি খালের মধ্য কচুরিপানার ভেতর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের বেড়াদহ ব্রিজের নিচে খাল থেকে অর্ধগলিত মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। বৈকুণ্ঠুপুর গ্রামের মো. তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) ও একই গ্রামের বদিউজ্জামান ছেলের রিয়াজ শেখ (১৯)। রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ওই দুই যুবককে ১৬ মার্চ সকাল ১০টার দিকে সর্বশেষ ধানগড়া বাজারে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর থেকেই তারা নিখোঁজ হন। ১৭ মার্চ সকালে নিখোঁজ পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়। জিডির পরপরই পুলিশ তাদের অনুসন্ধান শুরু করে। তবে বৃহস্পতিবার বিকেলে বৈকুণ্ঠুপুর একটি ব্রীজের নিচের খালের মধ্যে তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাটিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মরদেহ দুটি অর্ধগলিত হওয়ায় শরীরের আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে ১৬ তারিখেই তাদের হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার মূল রহস্য জানা যাবে।
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজ হওয়ার চারদিন পর একটি খালের মধ্য কচুরিপানার ভেতর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের বেড়াদহ ব্রিজের নিচে খাল থেকে অর্ধগলিত মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। বৈকুণ্ঠুপুর গ্রামের মো. তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) ও একই গ্রামের বদিউজ্জামান ছেলের রিয়াজ শেখ (১৯)। রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ওই দুই যুবককে ১৬ মার্চ সকাল ১০টার দিকে সর্বশেষ ধানগড়া বাজারে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর থেকেই তারা নিখোঁজ হন। ১৭ মার্চ সকালে নিখোঁজ পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়। জিডির পরপরই পুলিশ তাদের অনুসন্ধান শুরু করে। তবে বৃহস্পতিবার বিকেলে বৈকুণ্ঠুপুর একটি ব্রীজের নিচের খালের মধ্যে তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাটিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মরদেহ দুটি অর্ধগলিত হওয়ায় শরীরের আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে ১৬ তারিখেই তাদের হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার মূল রহস্য জানা যাবে।