ঠাকুরগাঁও : প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে মসজিদের টাকায় মেরামত করা হোস্টেল -সংবাদ
ঠাকুরগাঁওয়ের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) মসজিদের টাকা হোস্টেল মেরামতের কাজে লাগানোয় বিভিন্ন গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ইনস্টিটিউটের সহকারী সুপারিনটেনডেন্ট ফারুক হোসেন মুন্সি একাধিক কার্যদিবসে অনুপস্থিত থেকেও একদিনেই অনুপস্থিত কার্যদিবসের হাজিরা সই করার অভিযোগ উঠেছে।
সম্প্রতি এক দুপুরে সরেজমিনে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে (পিটিআই) গিয়ে সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) শারমীন সুলতানাকে পাওয়া না গেলে কথা হয় সহকারী সুপারিনটেনডেন্ট ফারুক হোসেন মুন্সির সঙ্গে। মসজিদ ফান্ড থেকে ৯ হাজার টাকা নিয়ে হোষ্টেলের পয়ঃনিষ্কাসনের মেরমতের কাজ করা হয়েছে বলে তিনি স্বীকার করেন। অনুপস্থিত থেকেও পরে হাজিরা শিটে সই করার ব্যাপারে তিনি বলেন, আমি সব সময়ই অফিসে উপস্থিত থাকি। তবে কোন সময় মনে না থাকার কারণে হাজিরা শিটে সহি করা নাও হতে পারে। তা পরে আমি করে দেই। এছাড়া এর আগে পিটিআইয়ে প্রবেশের দ্বিতীয় গেট ভেঙে গ্রিল এবং অন্যান্য সরঞ্জাম কি করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি কিছু জানেন না বলে জানান। এত বড় একটি প্রতিষ্ঠানে সামান্য হোস্টেল মেরামতের কাজে মসজিদ ফান্ড থেকে টাকা নেয়ায় স্থানীয় মুসল্লিদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
পরদিন ফের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) গিয়ে সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) শারমীন সুলতানার জানান, ওই সময় সমস্যা থাকায় মসজিদ ফান্ড থেকে নিয়ে হেস্টেলের কাজ করা হয়েছে। আজ ধারের টাকা ব্যাংকে জমা হয়েছে।
হাজিরা খাতায় একাধিক কার্যদিবসের সাক্ষর একই দিনে করার বিষয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের সবকে খুবই বিজি থাকতে হয়, অমানসিক পরিশ্রম করতে হয়। সেক্ষেত্রে এক-আধদিন সই করতে ভুলে যেতেই পারেন। তবে এটা আমাদের ক্লাস-১ অফিসারদের বেলায় তেমন কিছু না। ইতোপূর্বেও মসজিদ ফান্ডের টাকা নিয়ে জমা করা হয়নি প্রসঙ্গে তিনি কিছু জানেন না বলেও জানান।
ঠাকুরগাঁও : প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে মসজিদের টাকায় মেরামত করা হোস্টেল -সংবাদ
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
ঠাকুরগাঁওয়ের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) মসজিদের টাকা হোস্টেল মেরামতের কাজে লাগানোয় বিভিন্ন গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ইনস্টিটিউটের সহকারী সুপারিনটেনডেন্ট ফারুক হোসেন মুন্সি একাধিক কার্যদিবসে অনুপস্থিত থেকেও একদিনেই অনুপস্থিত কার্যদিবসের হাজিরা সই করার অভিযোগ উঠেছে।
সম্প্রতি এক দুপুরে সরেজমিনে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে (পিটিআই) গিয়ে সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) শারমীন সুলতানাকে পাওয়া না গেলে কথা হয় সহকারী সুপারিনটেনডেন্ট ফারুক হোসেন মুন্সির সঙ্গে। মসজিদ ফান্ড থেকে ৯ হাজার টাকা নিয়ে হোষ্টেলের পয়ঃনিষ্কাসনের মেরমতের কাজ করা হয়েছে বলে তিনি স্বীকার করেন। অনুপস্থিত থেকেও পরে হাজিরা শিটে সই করার ব্যাপারে তিনি বলেন, আমি সব সময়ই অফিসে উপস্থিত থাকি। তবে কোন সময় মনে না থাকার কারণে হাজিরা শিটে সহি করা নাও হতে পারে। তা পরে আমি করে দেই। এছাড়া এর আগে পিটিআইয়ে প্রবেশের দ্বিতীয় গেট ভেঙে গ্রিল এবং অন্যান্য সরঞ্জাম কি করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি কিছু জানেন না বলে জানান। এত বড় একটি প্রতিষ্ঠানে সামান্য হোস্টেল মেরামতের কাজে মসজিদ ফান্ড থেকে টাকা নেয়ায় স্থানীয় মুসল্লিদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
পরদিন ফের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) গিয়ে সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) শারমীন সুলতানার জানান, ওই সময় সমস্যা থাকায় মসজিদ ফান্ড থেকে নিয়ে হেস্টেলের কাজ করা হয়েছে। আজ ধারের টাকা ব্যাংকে জমা হয়েছে।
হাজিরা খাতায় একাধিক কার্যদিবসের সাক্ষর একই দিনে করার বিষয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের সবকে খুবই বিজি থাকতে হয়, অমানসিক পরিশ্রম করতে হয়। সেক্ষেত্রে এক-আধদিন সই করতে ভুলে যেতেই পারেন। তবে এটা আমাদের ক্লাস-১ অফিসারদের বেলায় তেমন কিছু না। ইতোপূর্বেও মসজিদ ফান্ডের টাকা নিয়ে জমা করা হয়নি প্রসঙ্গে তিনি কিছু জানেন না বলেও জানান।