ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিগ্ন করতে মাঠে নেমেছে প্রশাসন। এরই অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ এ অভিযানে নেতৃত্ব দেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত সম্পত্তি ও সরকারি খাস সম্পত্তি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল দখলদাররা। জেলা প্রশাসকের নির্দেশক্রমে বৃহস্পতিবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়েছে।
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিগ্ন করতে মাঠে নেমেছে প্রশাসন। এরই অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ এ অভিযানে নেতৃত্ব দেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত সম্পত্তি ও সরকারি খাস সম্পত্তি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল দখলদাররা। জেলা প্রশাসকের নির্দেশক্রমে বৃহস্পতিবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়েছে।