নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে ভাসমান অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী । অপরদিকে, ঠাকুরগাঁওয়ে প্রেমের প্রলোভনে ফেলে অপহরনের ২৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে ভাসমান অবস্থায় মাসুদ রানা নামে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার উপজেলার পূর্ব খড়িবাড়ী এলাকায় তিস্তা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিশু মাসুদ রানা উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। খড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, মাসুদ রানা মঙ্গলবার বিকেলে গোসল করতে তিস্তা নদীতে নেমে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। ৩ দিন পর বৃহস্পতিবার তার মরদেহ তিস্তা নদীতে ভেসে উঠলে, এলাকাবাসী মরদেহটি উদ্ধার করেছেন।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের প্রলোভনে ফেলে অপহরনের ২৫ দিন পর মিলন হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। নিহত মিলন হোসেন জেলা পীরগঞ্জ উপজেলার খনগাঁও এর চাপাপাড়া গ্রামের পানজাব আলীর ছেলে। তিনি দিনাজপুর সরকারী পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন। অপরদিকে, গ্রেপ্তারকৃতরা হলেন সেজান আলী, মুরাদ হোসেন এবং রত্না আক্তার রিভা। গ্রেপ্তারকৃত সেজান আলী এবং মুরাদ হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সেহরির সময় ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে অপহরণকারী সেজান আলীর বাড়ীর পরিত্যক্ত টয়লেট থেকে মিলন হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার এবং রত্না আক্তার রিভাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর ভোরেই বিক্ষুব্ধ জনতা অপহরণকারী সেজানের বাড়ি-ঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তাদেরকে বাঁধা দেন বিক্ষুদ্ধরা। অপরদিকে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও এবং সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বিক্ষোভস্থলে উপস্থিত হয়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিলে বিক্ষোভ এবং অবরোধ সরিয়ে ফেলা হয়। ঠাকুরগাঁও জেরঅ পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, এই চক্রটি এই ধরনের ঘটনা এর আগেও ঘটিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সেই বিষয়ে অনুসন্ধান চলছে। গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ৪ লাখ টাকা জব্দ করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করাসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে।
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে ভাসমান অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী । অপরদিকে, ঠাকুরগাঁওয়ে প্রেমের প্রলোভনে ফেলে অপহরনের ২৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে ভাসমান অবস্থায় মাসুদ রানা নামে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার উপজেলার পূর্ব খড়িবাড়ী এলাকায় তিস্তা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিশু মাসুদ রানা উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। খড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, মাসুদ রানা মঙ্গলবার বিকেলে গোসল করতে তিস্তা নদীতে নেমে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। ৩ দিন পর বৃহস্পতিবার তার মরদেহ তিস্তা নদীতে ভেসে উঠলে, এলাকাবাসী মরদেহটি উদ্ধার করেছেন।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের প্রলোভনে ফেলে অপহরনের ২৫ দিন পর মিলন হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। নিহত মিলন হোসেন জেলা পীরগঞ্জ উপজেলার খনগাঁও এর চাপাপাড়া গ্রামের পানজাব আলীর ছেলে। তিনি দিনাজপুর সরকারী পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন। অপরদিকে, গ্রেপ্তারকৃতরা হলেন সেজান আলী, মুরাদ হোসেন এবং রত্না আক্তার রিভা। গ্রেপ্তারকৃত সেজান আলী এবং মুরাদ হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সেহরির সময় ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে অপহরণকারী সেজান আলীর বাড়ীর পরিত্যক্ত টয়লেট থেকে মিলন হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার এবং রত্না আক্তার রিভাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর ভোরেই বিক্ষুব্ধ জনতা অপহরণকারী সেজানের বাড়ি-ঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তাদেরকে বাঁধা দেন বিক্ষুদ্ধরা। অপরদিকে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও এবং সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বিক্ষোভস্থলে উপস্থিত হয়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিলে বিক্ষোভ এবং অবরোধ সরিয়ে ফেলা হয়। ঠাকুরগাঁও জেরঅ পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, এই চক্রটি এই ধরনের ঘটনা এর আগেও ঘটিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সেই বিষয়ে অনুসন্ধান চলছে। গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ৪ লাখ টাকা জব্দ করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করাসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে।