ফেনীর সোনাগাজীতে চাঁদা না দেয়ায় মাদ্রাসা এবং মসজিদে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয় একটি চাঁদাবাজচক্র। বৃহস্পতিবার দুপুরে এই হামলার ঘটনায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, মুসুল্লি এবং নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। জানা গেছে, পীরেকামেল জামশেদ আলম ওরপে ফুল হুজুর পরিচালিত ফেনীর সোনাগাজী ফতেহপুর জামসেদীয়া সুন্নীয়া মাদরাসা ও জামে মসজিদ দীর্ঘদিন সুন্নী মতবাদে পরিচালিত হয়ে আসছে। এতে স্থানীয় সিদ্দিক আহম্মেদ নেতৃত্বাধীন একটি চাঁদাবাজচক্র নানান অজুহাতে চাঁদা দাবি করে আসছে। সিদ্দিক ইউনিয়ন বিএনপির সাবেক নেতা ও উপজেলা যুবদলের এক নেতার সহযোগী। দাবিকৃত চাঁদা না দেয়ায় বৃহষ্পতিবার জোহরের নামাজের আগ-মুহুর্তে সিদ্দিক ও তার সহযোগী আবদুল আলিম আবদুল্লাহ , মুন্সি ড্রাইভার, আলমগীর হোসেন, আরাফাত হোসেন ও দিদারুল আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী মাদরাসা, মসজিদ এবং মুসুল্লিদের ওপর সশস্ত্র হামলা করে।
সোনাগাজী থানার ওসি বায়েজিদ আকন বলেন, খবর পেয়ে এসআই ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঘটনান্থল থেকে একটি দেশীয় অস্ত্রসহ আলমগীর নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
ফেনীর সোনাগাজীতে চাঁদা না দেয়ায় মাদ্রাসা এবং মসজিদে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয় একটি চাঁদাবাজচক্র। বৃহস্পতিবার দুপুরে এই হামলার ঘটনায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, মুসুল্লি এবং নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। জানা গেছে, পীরেকামেল জামশেদ আলম ওরপে ফুল হুজুর পরিচালিত ফেনীর সোনাগাজী ফতেহপুর জামসেদীয়া সুন্নীয়া মাদরাসা ও জামে মসজিদ দীর্ঘদিন সুন্নী মতবাদে পরিচালিত হয়ে আসছে। এতে স্থানীয় সিদ্দিক আহম্মেদ নেতৃত্বাধীন একটি চাঁদাবাজচক্র নানান অজুহাতে চাঁদা দাবি করে আসছে। সিদ্দিক ইউনিয়ন বিএনপির সাবেক নেতা ও উপজেলা যুবদলের এক নেতার সহযোগী। দাবিকৃত চাঁদা না দেয়ায় বৃহষ্পতিবার জোহরের নামাজের আগ-মুহুর্তে সিদ্দিক ও তার সহযোগী আবদুল আলিম আবদুল্লাহ , মুন্সি ড্রাইভার, আলমগীর হোসেন, আরাফাত হোসেন ও দিদারুল আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী মাদরাসা, মসজিদ এবং মুসুল্লিদের ওপর সশস্ত্র হামলা করে।
সোনাগাজী থানার ওসি বায়েজিদ আকন বলেন, খবর পেয়ে এসআই ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঘটনান্থল থেকে একটি দেশীয় অস্ত্রসহ আলমগীর নামে এক যুবককে আটক করা হয়েছে।