পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। অপরদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিমেন্ট মিকচার মেশিন গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত এক সেলসম্যান নিহত হয়েছেন। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
ঈশ্বরদী (পাবনা) : পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুত্ব আহত হয়েছেন ওই সিএনজি অটোরিকশার আরও দুই যাত্রী। হতাহতরা সবাই ঈদের কেনাকাটা শেষে বাড়ীতে ফিরছিলেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার মুলাডুলি বহরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঈশ্বরদী শহর থেকে দাশুড়িয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও পাবনা থেকে ঈশ্বরদীগামী ভলকা পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজনের মৃত্যু হয়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা গেছেন এবং দুই জন গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিমেন্ট মিকচার মেশিন গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত এক সেলসম্যান নিহত হয়েছেন।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মারীখালী সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মারীখালী সেতুর ঢাকামুখি লেন দিয়ে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলের ওই ওসলসম্যান। এ সময় একটি সিমেন্ট মিকচার মেশিন গাড়ি পেছন দিক থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সড়কের ওপরে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই নিহত হন তিনি। কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের কাধেঁ পণ্য ডেলিভারি করার একটি ব্যাগ ছিল। সম্ভবত তিনি অনলাইনে গ্রাহকদেরকে পণ্য ডেলিভারি করতেন। নিহতের নাম-পরিচয় উদ্ধার এবং ঘাতক সিমেন্ট মিকচার মেশিন গাড়িটিকে আটক করার চেষ্টা চলছে।
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। অপরদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিমেন্ট মিকচার মেশিন গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত এক সেলসম্যান নিহত হয়েছেন। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
ঈশ্বরদী (পাবনা) : পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুত্ব আহত হয়েছেন ওই সিএনজি অটোরিকশার আরও দুই যাত্রী। হতাহতরা সবাই ঈদের কেনাকাটা শেষে বাড়ীতে ফিরছিলেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার মুলাডুলি বহরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঈশ্বরদী শহর থেকে দাশুড়িয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও পাবনা থেকে ঈশ্বরদীগামী ভলকা পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজনের মৃত্যু হয়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা গেছেন এবং দুই জন গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিমেন্ট মিকচার মেশিন গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত এক সেলসম্যান নিহত হয়েছেন।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মারীখালী সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মারীখালী সেতুর ঢাকামুখি লেন দিয়ে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলের ওই ওসলসম্যান। এ সময় একটি সিমেন্ট মিকচার মেশিন গাড়ি পেছন দিক থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সড়কের ওপরে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই নিহত হন তিনি। কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের কাধেঁ পণ্য ডেলিভারি করার একটি ব্যাগ ছিল। সম্ভবত তিনি অনলাইনে গ্রাহকদেরকে পণ্য ডেলিভারি করতেন। নিহতের নাম-পরিচয় উদ্ধার এবং ঘাতক সিমেন্ট মিকচার মেশিন গাড়িটিকে আটক করার চেষ্টা চলছে।