ইতালি যাওয়ার জন্য দালালের খপ্পরে পড়ে লিবিয়ার বন্দিশালায় নির্যাতনের শিকার হয়ে মাদারীপুরের শিবচরের সজিব সরদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বুধবার রাতে পরিবারের সাথে শেষ কথা হয় তার। পরে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছায়। নিহত সজিব উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারা গ্রামের চাঁন মিয়া সরদারের ছেলে। গত ৪ মাস আগে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার বোরহান বেপারীর মাধ্যমে ১৫ লাখ টাকা চুক্তিতে ইতালি যাওয়ার কথা হয় তার। তবে বোরহান বেপারী সরাসরি ইতালি না নিয়ে লিবিয়ায় নিয়ে যায় তাকে। একই সাথে তার চাচাতো ভাই রাকিবও ঘর ছাড়েন ইতালীর উদ্দেশ্যে। লিবিয়া থেকে সরাসরি ইতালি নেয়ার জন্য গেম দেয়ার কথা বলে সজিব এবং রাকিবকে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় দালালচক্র। এরপর থেকেই চলে নির্যাতন। নির্যাতনের ভিডিও বাড়িতে পাঠিয়ে দফায় দফায় ৪৬ লাখ টাকা আদায় করে দালালচক্র।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম বলেন, বিষয়টি আমি খোঁজ-খবর নিয়ে দেখছি। মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
ইতালি যাওয়ার জন্য দালালের খপ্পরে পড়ে লিবিয়ার বন্দিশালায় নির্যাতনের শিকার হয়ে মাদারীপুরের শিবচরের সজিব সরদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বুধবার রাতে পরিবারের সাথে শেষ কথা হয় তার। পরে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছায়। নিহত সজিব উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারা গ্রামের চাঁন মিয়া সরদারের ছেলে। গত ৪ মাস আগে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার বোরহান বেপারীর মাধ্যমে ১৫ লাখ টাকা চুক্তিতে ইতালি যাওয়ার কথা হয় তার। তবে বোরহান বেপারী সরাসরি ইতালি না নিয়ে লিবিয়ায় নিয়ে যায় তাকে। একই সাথে তার চাচাতো ভাই রাকিবও ঘর ছাড়েন ইতালীর উদ্দেশ্যে। লিবিয়া থেকে সরাসরি ইতালি নেয়ার জন্য গেম দেয়ার কথা বলে সজিব এবং রাকিবকে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় দালালচক্র। এরপর থেকেই চলে নির্যাতন। নির্যাতনের ভিডিও বাড়িতে পাঠিয়ে দফায় দফায় ৪৬ লাখ টাকা আদায় করে দালালচক্র।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম বলেন, বিষয়টি আমি খোঁজ-খবর নিয়ে দেখছি। মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।