জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। যে কোন ষড়যন্ত্র জীবন দিয়ে মোকাবিলা করব। গত শনিবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মহানগর ও জেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। তিনি বলেন জাতীয় পার্টি আর আওয়ামী লীগকে নির্বাচন থেকে দুরে রাখা মানে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রাখা। আমাদের বাদ দিয়ে নির্বাচন করার অপচেষ্টা করা হলে সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন বলে দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। জিএম কাদের সেনাবহিনীর কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন তারা রাজনীতিতে অংশগ্রহণ করেছে এটা আমাদের জানা নেই।
তবে এখন পর্যন্ত আমাদের বিপদে আপদে পুলিশ কার্যকর ভূমিকা গ্রহণ করতে না পারলেও সেনাবাহিনী যেখানে গেছে সেখানেই কিছু না কিছু জনগণ রিলিফ পেয়েছে।
রোববার, ২৩ মার্চ ২০২৫
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। যে কোন ষড়যন্ত্র জীবন দিয়ে মোকাবিলা করব। গত শনিবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মহানগর ও জেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। তিনি বলেন জাতীয় পার্টি আর আওয়ামী লীগকে নির্বাচন থেকে দুরে রাখা মানে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রাখা। আমাদের বাদ দিয়ে নির্বাচন করার অপচেষ্টা করা হলে সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন বলে দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। জিএম কাদের সেনাবহিনীর কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন তারা রাজনীতিতে অংশগ্রহণ করেছে এটা আমাদের জানা নেই।
তবে এখন পর্যন্ত আমাদের বিপদে আপদে পুলিশ কার্যকর ভূমিকা গ্রহণ করতে না পারলেও সেনাবাহিনী যেখানে গেছে সেখানেই কিছু না কিছু জনগণ রিলিফ পেয়েছে।