চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে দলটির অভ্যন্তরীণ বিরোধ চরমে পৌঁছেছে। দুই পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার ভোরে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৬ মার্চ সকাল ৮টা থেকে ২৭ মার্চ সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। এ সময় সভা-সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত এবং পাঁচজনের অধিক মানুষের একত্রে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
বিএনপির চট্টগ্রাম জেলা পুনর্গঠন কমিটি ১৮ মার্চ মিরসরাই উপজেলা বিএনপির আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। পরে ২৪ মার্চ নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে আবদুল আওয়াল চৌধুরীকে আহ্বায়ক ও আজিজুর রহমান চৌধুরীকে সদস্যসচিব করা হয়। নতুন কমিটির বিরোধিতা করে পদবঞ্চিতরা ২৫ মার্চ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে এবং ২৬ মার্চ শহীদ মিনারে অবস্থানের ঘোষণা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে বলে জানানো হয়।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, মিরসরাই উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে ঘিরে দুটি পক্ষের বিরুদ্ধে সংঘাত ও সংঘর্ষের গোয়েন্দা তথ্য এবং মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ৫০০ মিটারের মধ্যে সংঘাত এড়াতে ও জনগণের জানমাল রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। শহীদ মিনার এলাকায় ১৪৪ ধারা জারি থাকলেও রাষ্ট্রীয়ভাবে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অন্যান্য সব কার্যক্রম স্বাভাবিকভাবে পালিত হবে।
বুধবার, ২৬ মার্চ ২০২৫
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে দলটির অভ্যন্তরীণ বিরোধ চরমে পৌঁছেছে। দুই পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার ভোরে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৬ মার্চ সকাল ৮টা থেকে ২৭ মার্চ সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। এ সময় সভা-সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত এবং পাঁচজনের অধিক মানুষের একত্রে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
বিএনপির চট্টগ্রাম জেলা পুনর্গঠন কমিটি ১৮ মার্চ মিরসরাই উপজেলা বিএনপির আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। পরে ২৪ মার্চ নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে আবদুল আওয়াল চৌধুরীকে আহ্বায়ক ও আজিজুর রহমান চৌধুরীকে সদস্যসচিব করা হয়। নতুন কমিটির বিরোধিতা করে পদবঞ্চিতরা ২৫ মার্চ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে এবং ২৬ মার্চ শহীদ মিনারে অবস্থানের ঘোষণা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে বলে জানানো হয়।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, মিরসরাই উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে ঘিরে দুটি পক্ষের বিরুদ্ধে সংঘাত ও সংঘর্ষের গোয়েন্দা তথ্য এবং মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ৫০০ মিটারের মধ্যে সংঘাত এড়াতে ও জনগণের জানমাল রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। শহীদ মিনার এলাকায় ১৪৪ ধারা জারি থাকলেও রাষ্ট্রীয়ভাবে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অন্যান্য সব কার্যক্রম স্বাভাবিকভাবে পালিত হবে।