ডাকাতদের ছবি তোলায় সাংবাদিকের মোটর সাইকেল ভাঙচুর করে অগ্নি সংযোগ করেছেন বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ি ও তার সহযোগিরা। বৃহস্পতিবার কোর্ট কম্পাউন্ডে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে সোহেল রাড়ি, ছাত্রদল নেতা আলমাস, ইমরান ও সহ তাদের দলের ১৪/১৫ জন নেতা কর্মী পালিয়ে যায়। ভুক্তভোগী সাংবাদিক বরিশাল শহর থেকে প্রকাশিত একটি দৈনিকের ফটো সাংবাদিক।
ফটো সাংবাদিক রাসেল জানান, কয়েকদিন আগে বাবুগঞ্জ পুলিশ কয়েকজন ডাকাতকে গ্রেপ্তার করে। শুক্রবার তাদেরকে কারাগার থেকে আদালতে আনা হয় হাজিরা দেবার জন্য। তখন ওই ডাকাতদের ছবি ধারণ করা হয়।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। অপরদিকে সাংবাদিকেরা ঘটনার নিন্দা জানিয়ে এরকম সন্ত্রাসী কর্মকা- স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি বলে আখ্যায়িত করে দোষীদের শাস্তি দাবি করেছেন।
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
ডাকাতদের ছবি তোলায় সাংবাদিকের মোটর সাইকেল ভাঙচুর করে অগ্নি সংযোগ করেছেন বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ি ও তার সহযোগিরা। বৃহস্পতিবার কোর্ট কম্পাউন্ডে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে সোহেল রাড়ি, ছাত্রদল নেতা আলমাস, ইমরান ও সহ তাদের দলের ১৪/১৫ জন নেতা কর্মী পালিয়ে যায়। ভুক্তভোগী সাংবাদিক বরিশাল শহর থেকে প্রকাশিত একটি দৈনিকের ফটো সাংবাদিক।
ফটো সাংবাদিক রাসেল জানান, কয়েকদিন আগে বাবুগঞ্জ পুলিশ কয়েকজন ডাকাতকে গ্রেপ্তার করে। শুক্রবার তাদেরকে কারাগার থেকে আদালতে আনা হয় হাজিরা দেবার জন্য। তখন ওই ডাকাতদের ছবি ধারণ করা হয়।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। অপরদিকে সাংবাদিকেরা ঘটনার নিন্দা জানিয়ে এরকম সন্ত্রাসী কর্মকা- স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি বলে আখ্যায়িত করে দোষীদের শাস্তি দাবি করেছেন।