কুড়িগ্রামের উলিপুরে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এদিকে ধর্ষনের ঘটনায় ভূক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার পশ্চিম কালুডাঙ্গা এলাকায়। বর্তমানে ওই স্কুল ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলার পুটিমারি কাজলডাঙ্গা এলাকার আব্দুল মালেকের ছেলে বায়জিদ ইসলাম বিজু (২২) বোনের শ্বশুরবাড়ি উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা এলাকায় থাকেন। প্রতিবেশি ওই স্কুল ছাত্রী (১৪) বিদ্যালয়ে যাওয়া আসার সময় প্রায় দিন বিজু তাকে প্রেমের প্রস্তাবসহ কু-প্রস্তাব দিয়ে আসত। এ ঘটনায় অতিষ্ট হয়ে ওই ছাত্রী বিষয়টি তার মাকে অবগত করেন। পরবর্তীতে শিক্ষার্থীর মা ঘটনাটি বিজুর বোনকে জানায়। এরপর থেকে বিজু আরও উচ্ছৃঙ্খল হয়ে উঠে। মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বিজু তাকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন।
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
কুড়িগ্রামের উলিপুরে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এদিকে ধর্ষনের ঘটনায় ভূক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার পশ্চিম কালুডাঙ্গা এলাকায়। বর্তমানে ওই স্কুল ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলার পুটিমারি কাজলডাঙ্গা এলাকার আব্দুল মালেকের ছেলে বায়জিদ ইসলাম বিজু (২২) বোনের শ্বশুরবাড়ি উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা এলাকায় থাকেন। প্রতিবেশি ওই স্কুল ছাত্রী (১৪) বিদ্যালয়ে যাওয়া আসার সময় প্রায় দিন বিজু তাকে প্রেমের প্রস্তাবসহ কু-প্রস্তাব দিয়ে আসত। এ ঘটনায় অতিষ্ট হয়ে ওই ছাত্রী বিষয়টি তার মাকে অবগত করেন। পরবর্তীতে শিক্ষার্থীর মা ঘটনাটি বিজুর বোনকে জানায়। এরপর থেকে বিজু আরও উচ্ছৃঙ্খল হয়ে উঠে। মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বিজু তাকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন।